ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত গার্ড দ্য নর্ড আন্তর্জাতিক
রেল স্টেশনে ছুরি হামলায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন। এক টুইটার পোস্টে তিনি বলেন, ওই হামলাকারীকে দ্রুত ‘নিষ্ক্রিয়’ করেছে পুলিশ। তিনি পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন তার পোস্টে। হামলায় আহতরা সবাই বিপদমুক্ত আছেন বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যমগুলো।
হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। তবে তিনি আরবিতে কথা বলছিলেন বলে জানা গেছে। হঠাত করেই তিনি ছুরি দিয়ে আসেপাশের মানুষদের আক্রমণ করতে শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীকে গুলি করে নিরস্ত করে। পুলিশের দাবি, হামলাকারী পুলিশ কর্মকর্তাদের ওপরও আক্রমণের চেষ্টা চালিয়েছে। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তিনি।
তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফ্রান্সের রেলওয়ে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ওই ঘটনার জন্য ট্রেন শিডিউলে সামান্য পরিবর্তন আনতে হয়েছে।