ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

‘পাঠশালা’ – ফরাসী ভাষা শিক্ষার স্কুল উদ্বোধন

  • আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ৫১৬ বার পড়া হয়েছে

‘পাঠশালা’ – শব্দের সাথে কার না পরিচয় আছে? কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই মধুর শব্দটি ব্যবহার করাটা প্রায় ভুলেই গিয়েছি। তবে প্রবাসজীবনে ‘পাঠশালা’ শব্দটি আবার বহুল চর্চার সুযোগ এসেছে। বোধ করি এখন খোদ ফরাসীরাও এই শব্দটি উচ্চারণ করতে বাধ্য হবে। অর্থ জানার জন্য উদগ্রীব হয়ে উঠবে।

ফ্রান্সের প্যারিস শহরে ফরাসী ভাষা শিক্ষার নতুন এক নাম ‘পাঠশালা’। নামটি বেশ পছন্দের। ফরাসী ভাষার মত জটিল এক শিক্ষায়তনের নাম ‘পাঠশালা’! ফরাসী ভাষা পৃথিবীর অন্যতম কঠিন ভাষা। এটি রপ্ত করতে তাই ছোট্টবেলার সেই ‘পাঠশালা’ তে-ই আমাদের যেতে হবে। কল্পনায় আমরা তেমনটিই অনুভব করি। কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে ভিত্তিটা শক্ত হওয়া চাই, অতঃপর ক্রমশঃ মাতা তুলে দাঁড়ানো। ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা ‘মাথা উঁচু করে’ বসবাস করবার প্রচ্ছন্ন শক্তি হিসেবে কাজ করবে ‘পাঠশালা’।

গতকাল (শুক্রবার, ১লা মার্চ, ২০২৪) সন্ধ্যায় প্যারিসে পাঠশালার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো। ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ নানাস্তরের মানুষের উপস্থিতিতে কেক এবং ফিতা কেটে উদ্বোধন করা হলো।

পাঠশালার মূল কর্নধার কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, আইছা’র পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
ফ্রান্সে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির অন্যতম সমস্যা ফরাসী ভাষা। এদেশে অসংখ্য সামাজিক সংস্থা বিনে পয়সায় ফরাসী কোর্স করিয়ে থাকে। তা সত্বেও নিজস্ব ভাষার সহায়তায় অন্য দেশের ভাষা বিশেষতঃ ফরাসী ভাষার মত কঠিন ভাষা রপ্ত করতে এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই চাহিদার ওপর ভিত্তি করে এদেশে বিশেষ করে প্যারিস এবং এর উপশহরগুলোতে বাংলাদেশী পরিচালিত অসংখ্য স্কুল গড়ে উঠেছে। ২/৪ টি স্কুল বাদে – শিক্ষা পদ্ধতি, কারিকুলাম এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন থাকা সত্বেও এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

ফরাসী প্রশাসনের চাহিদা এবং দৈনন্দিন জীবনে ‘কমিউনিকেটিভ ফ্রেন্স’ এর দক্ষতা মেটানোর মত মান অর্জনের প্রশ্নে ‘পাঠশালা’ কেমন ভূমিকা রাখবে? এমন প্রশ্ন রেখেছিলাম মূল উদ্যোক্তা ওবায়দুল্লাহ কয়েছ কে। তিনি জানালেন, আমরা সচেষ্ট থাকবো ফরাসী প্রশাসনের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম সাজাতে। দ্বিতীয়তঃ একজন শিক্ষার্থী যেন ‘পাঠশালা’ থেকে কোর্স করে স্বাভাবিকভাবে ফরাসী ভাষায় যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারে। আমরা আরো খুঁজে দেখার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর মূল দুর্বলতা কোন্ জায়গাটায়। আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যত কারিকুলাম এবং শিক্ষাদান পদ্ধতির পরিবর্তন পরিবর্ধন করবো।

ওবায়দুল্লাহ কয়েছ আরো জানান, আমরা চেষ্টা করবো প্রতিযোগিতামূলক চার্জ রাখতে। আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য আমরা বিশেষ বিবেচনায় ফ্রী কোর্সের ব্যবস্থা রাখবো। পাশাপাশি আমাদের ‘পাঠশালা’য় সপ্তাহে একদিন ফ্রী ক্লাসের ব্যবস্থাপনা থাকবে।

‘পাঠশালা’ আমাদের বাল্যকালের পাঠশালার মতই সযত্নে ফরাসী ভাষার স্বচ্ছন্দ বুলি ফোটাক, আশাবাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

Priority Seats: But Where Is Humanity?

‘পাঠশালা’ – ফরাসী ভাষা শিক্ষার স্কুল উদ্বোধন

আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

‘পাঠশালা’ – শব্দের সাথে কার না পরিচয় আছে? কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই মধুর শব্দটি ব্যবহার করাটা প্রায় ভুলেই গিয়েছি। তবে প্রবাসজীবনে ‘পাঠশালা’ শব্দটি আবার বহুল চর্চার সুযোগ এসেছে। বোধ করি এখন খোদ ফরাসীরাও এই শব্দটি উচ্চারণ করতে বাধ্য হবে। অর্থ জানার জন্য উদগ্রীব হয়ে উঠবে।

ফ্রান্সের প্যারিস শহরে ফরাসী ভাষা শিক্ষার নতুন এক নাম ‘পাঠশালা’। নামটি বেশ পছন্দের। ফরাসী ভাষার মত জটিল এক শিক্ষায়তনের নাম ‘পাঠশালা’! ফরাসী ভাষা পৃথিবীর অন্যতম কঠিন ভাষা। এটি রপ্ত করতে তাই ছোট্টবেলার সেই ‘পাঠশালা’ তে-ই আমাদের যেতে হবে। কল্পনায় আমরা তেমনটিই অনুভব করি। কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে ভিত্তিটা শক্ত হওয়া চাই, অতঃপর ক্রমশঃ মাতা তুলে দাঁড়ানো। ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা ‘মাথা উঁচু করে’ বসবাস করবার প্রচ্ছন্ন শক্তি হিসেবে কাজ করবে ‘পাঠশালা’।

গতকাল (শুক্রবার, ১লা মার্চ, ২০২৪) সন্ধ্যায় প্যারিসে পাঠশালার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো। ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ নানাস্তরের মানুষের উপস্থিতিতে কেক এবং ফিতা কেটে উদ্বোধন করা হলো।

পাঠশালার মূল কর্নধার কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, আইছা’র পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
ফ্রান্সে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির অন্যতম সমস্যা ফরাসী ভাষা। এদেশে অসংখ্য সামাজিক সংস্থা বিনে পয়সায় ফরাসী কোর্স করিয়ে থাকে। তা সত্বেও নিজস্ব ভাষার সহায়তায় অন্য দেশের ভাষা বিশেষতঃ ফরাসী ভাষার মত কঠিন ভাষা রপ্ত করতে এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই চাহিদার ওপর ভিত্তি করে এদেশে বিশেষ করে প্যারিস এবং এর উপশহরগুলোতে বাংলাদেশী পরিচালিত অসংখ্য স্কুল গড়ে উঠেছে। ২/৪ টি স্কুল বাদে – শিক্ষা পদ্ধতি, কারিকুলাম এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন থাকা সত্বেও এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

ফরাসী প্রশাসনের চাহিদা এবং দৈনন্দিন জীবনে ‘কমিউনিকেটিভ ফ্রেন্স’ এর দক্ষতা মেটানোর মত মান অর্জনের প্রশ্নে ‘পাঠশালা’ কেমন ভূমিকা রাখবে? এমন প্রশ্ন রেখেছিলাম মূল উদ্যোক্তা ওবায়দুল্লাহ কয়েছ কে। তিনি জানালেন, আমরা সচেষ্ট থাকবো ফরাসী প্রশাসনের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম সাজাতে। দ্বিতীয়তঃ একজন শিক্ষার্থী যেন ‘পাঠশালা’ থেকে কোর্স করে স্বাভাবিকভাবে ফরাসী ভাষায় যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারে। আমরা আরো খুঁজে দেখার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর মূল দুর্বলতা কোন্ জায়গাটায়। আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যত কারিকুলাম এবং শিক্ষাদান পদ্ধতির পরিবর্তন পরিবর্ধন করবো।

ওবায়দুল্লাহ কয়েছ আরো জানান, আমরা চেষ্টা করবো প্রতিযোগিতামূলক চার্জ রাখতে। আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য আমরা বিশেষ বিবেচনায় ফ্রী কোর্সের ব্যবস্থা রাখবো। পাশাপাশি আমাদের ‘পাঠশালা’য় সপ্তাহে একদিন ফ্রী ক্লাসের ব্যবস্থাপনা থাকবে।

‘পাঠশালা’ আমাদের বাল্যকালের পাঠশালার মতই সযত্নে ফরাসী ভাষার স্বচ্ছন্দ বুলি ফোটাক, আশাবাদ।