ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

প্যারিসে খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ‘Impression de vie’ জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন

  • আপডেট সময় ১২:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নজমুল কবিরঃ ‘মানুষের সাথে সদয় আচরণ করুন, তারা কে তার জন্য নয়, বরং আপনি কে তার কারণে’, ‘যে আপনাকে কঠিন সময়ে ত্যাগ করে, সে কখনো আপনার সাথে ছিল না’, সাময়িক শান্তির জন্য সত্যকে কখনই উপেক্ষা করবেন না’, ‘জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো বিনামূল্যে পাবেন: হাসি, প্রেম, বন্ধু, হাস্যরস এবং পরিবার।’ – এমন চমৎকার প্রবচনগুচ্ছ নিয়ে খিয়াং নয়ন এর গ্রন্থ। ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত তিনি। ফরাসী মূলধারার রাজনীতিতে সক্রিয়, অভিবাসীদের কল্যাণে সার্বক্ষণিক ব্যস্ততায় কেটে যায় তার জীবনের পৃষ্ঠাগুলো। তার ওপর তিনি গভীর অনুভূতি নিয়ে লিখে যান প্রবচনগুচ্ছ, ‘জীবনের ছাপ/Impression de vie’। দুই-তিন লাইনের ভেতরে তিনি তুলে আনেন গভীর অনুভূতির নির্যাস। পাঠককে এগুলো ভাবতে শেখায়, জীবনবোধে আলোড়ন তোলে।
১০ বছর বয়সে পরিবারের হাত ধরে ফ্রান্সে আসা খিয়াং নয়ন বাংলা বলেন মোটামুটি সাবলীলভাবেই। তবে লেখার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা খুবই স্বাভাবিক। যদিও অনুভূতি প্রকাশের সার্বজনীন যে প্রয়োগ তাতে লেখক নয়ন উৎরে গেছেন। আলোচ্য বইটি তারই সাক্ষ্য বহন করে। বই আকারে সংকলিত তার প্রবচনগুচ্ছ আমাদের এই অস্থির সময়ে স্থিতধী করতে সহায়ক হবে। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা তেমন প্রত্যাশার কথাই বললেন।

রবিবার (৪ আগস্ট) সলিডারিতে আজি ফ্রান্স- সাফ’র উদ্যোগে প্যারিসের একটি হলে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ভায়লিনের মাধ্যমে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরশি বড়ুয়া।

সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাস ও মাইশা রহমান চৌধুরী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরাসী জাতীয় সংসদের সদস্য অন্তোয়ান লেএমো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অনজুমান সিসিকো
কাউন্সিলর, প্যারিস ১৮, মাদাম মনিক, অবসরপ্রাপ্ত কারিগরি সহকারি ফেদেরল মোগল, মাদাম হাসনাত জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দিয়ান আশরাফুল, ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের স্টেইট অ্যাডমিনিস্টেশন অফিসার, প্রদীপ চক্রবর্তী, গ্রন্থাগারিক, বুলাক গ্রন্থাগার, প্যারিস, আবু জুবায়ের, কবি ও লেখক।

অনুষ্ঠানে লেখক পরিচিতি বাংলায় তুলে ধরেন কবি ও আবৃত্তিশিল্পী মুনির কাদের এবং ফরাসিতে লেখক পরিচিতি তুলে ধরেন মুনিক। প্রকাশিত “জীবনের ছাপ” গ্রন্থের সার সংক্ষেপ বাংলায় পাঠ করেন ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল এবং ফরাসিতে সার সংক্ষেপ পাঠ করেন আব্দুল হান্নান ইমন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন-
কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, কবি ও লেখক মুহাম্মদ গোলাম মোর্শেদ, স্রোত সম্পাদক কবি বদরুদ্দোজামান জামান, কবি ও সঙ্গীত শিল্পী ইশরাত ফ্লোরা, কবি ও আবৃত্তিশিল্পী শম্পা বড়ুয়া, কবি মেরী হাওলাদার, অনলাইন নিউজ পোর্টাল তৃতীয় বাঙলার সম্পাদক এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স দর্পন পত্রিকার বার্তা সম্পাদক নাজমুল কবীর, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা সাহেদ।

দ্বিতীয় পর্ব : সম্মাননা
অনুষ্ঠানে জীবনের ছাপ প্রকাশনা গ্রন্থের প্রচ্ছদশিল্পী সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাসকে এবং ফরাসি জাতীয় সংসদ সদস্য অন্তোয়ান লেএমোকে সাফ’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দ্বিতীয় পর্ব পরিচালনা করেন : তাছনিয়া আনজুম ও তাওহিদা আনজুৃম নাফিসা

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাফ সদস্য, মামুন হাসান রুবেল, রুমান আহমেদ, তাওহিদ আহমেদ, শাম্মী, শিহাব উদ্দিন, আব্দুল হান্নান ইমন ও জয়নাল উদ্দিন।

প্রসঙ্গত, “Impression de vie” জীবনের ছাপ খিয়াং নয়নের লেখা প্রথম গ্রন্থ। বইটি জুন ২০২৪ খ্রিস্টাব্দে, দোঁয়াশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। মূলতঃ জীবনমুখী মোটিভেশনাল বই এটি। যা ফরাসি এবং বাংলা ভাষায় রচিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা

প্যারিসে খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ‘Impression de vie’ জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় ১২:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

নজমুল কবিরঃ ‘মানুষের সাথে সদয় আচরণ করুন, তারা কে তার জন্য নয়, বরং আপনি কে তার কারণে’, ‘যে আপনাকে কঠিন সময়ে ত্যাগ করে, সে কখনো আপনার সাথে ছিল না’, সাময়িক শান্তির জন্য সত্যকে কখনই উপেক্ষা করবেন না’, ‘জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো বিনামূল্যে পাবেন: হাসি, প্রেম, বন্ধু, হাস্যরস এবং পরিবার।’ – এমন চমৎকার প্রবচনগুচ্ছ নিয়ে খিয়াং নয়ন এর গ্রন্থ। ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত তিনি। ফরাসী মূলধারার রাজনীতিতে সক্রিয়, অভিবাসীদের কল্যাণে সার্বক্ষণিক ব্যস্ততায় কেটে যায় তার জীবনের পৃষ্ঠাগুলো। তার ওপর তিনি গভীর অনুভূতি নিয়ে লিখে যান প্রবচনগুচ্ছ, ‘জীবনের ছাপ/Impression de vie’। দুই-তিন লাইনের ভেতরে তিনি তুলে আনেন গভীর অনুভূতির নির্যাস। পাঠককে এগুলো ভাবতে শেখায়, জীবনবোধে আলোড়ন তোলে।
১০ বছর বয়সে পরিবারের হাত ধরে ফ্রান্সে আসা খিয়াং নয়ন বাংলা বলেন মোটামুটি সাবলীলভাবেই। তবে লেখার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা খুবই স্বাভাবিক। যদিও অনুভূতি প্রকাশের সার্বজনীন যে প্রয়োগ তাতে লেখক নয়ন উৎরে গেছেন। আলোচ্য বইটি তারই সাক্ষ্য বহন করে। বই আকারে সংকলিত তার প্রবচনগুচ্ছ আমাদের এই অস্থির সময়ে স্থিতধী করতে সহায়ক হবে। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা তেমন প্রত্যাশার কথাই বললেন।

রবিবার (৪ আগস্ট) সলিডারিতে আজি ফ্রান্স- সাফ’র উদ্যোগে প্যারিসের একটি হলে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ভায়লিনের মাধ্যমে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরশি বড়ুয়া।

সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাস ও মাইশা রহমান চৌধুরী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরাসী জাতীয় সংসদের সদস্য অন্তোয়ান লেএমো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অনজুমান সিসিকো
কাউন্সিলর, প্যারিস ১৮, মাদাম মনিক, অবসরপ্রাপ্ত কারিগরি সহকারি ফেদেরল মোগল, মাদাম হাসনাত জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দিয়ান আশরাফুল, ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের স্টেইট অ্যাডমিনিস্টেশন অফিসার, প্রদীপ চক্রবর্তী, গ্রন্থাগারিক, বুলাক গ্রন্থাগার, প্যারিস, আবু জুবায়ের, কবি ও লেখক।

অনুষ্ঠানে লেখক পরিচিতি বাংলায় তুলে ধরেন কবি ও আবৃত্তিশিল্পী মুনির কাদের এবং ফরাসিতে লেখক পরিচিতি তুলে ধরেন মুনিক। প্রকাশিত “জীবনের ছাপ” গ্রন্থের সার সংক্ষেপ বাংলায় পাঠ করেন ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল এবং ফরাসিতে সার সংক্ষেপ পাঠ করেন আব্দুল হান্নান ইমন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন-
কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, কবি ও লেখক মুহাম্মদ গোলাম মোর্শেদ, স্রোত সম্পাদক কবি বদরুদ্দোজামান জামান, কবি ও সঙ্গীত শিল্পী ইশরাত ফ্লোরা, কবি ও আবৃত্তিশিল্পী শম্পা বড়ুয়া, কবি মেরী হাওলাদার, অনলাইন নিউজ পোর্টাল তৃতীয় বাঙলার সম্পাদক এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স দর্পন পত্রিকার বার্তা সম্পাদক নাজমুল কবীর, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা সাহেদ।

দ্বিতীয় পর্ব : সম্মাননা
অনুষ্ঠানে জীবনের ছাপ প্রকাশনা গ্রন্থের প্রচ্ছদশিল্পী সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাসকে এবং ফরাসি জাতীয় সংসদ সদস্য অন্তোয়ান লেএমোকে সাফ’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দ্বিতীয় পর্ব পরিচালনা করেন : তাছনিয়া আনজুম ও তাওহিদা আনজুৃম নাফিসা

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাফ সদস্য, মামুন হাসান রুবেল, রুমান আহমেদ, তাওহিদ আহমেদ, শাম্মী, শিহাব উদ্দিন, আব্দুল হান্নান ইমন ও জয়নাল উদ্দিন।

প্রসঙ্গত, “Impression de vie” জীবনের ছাপ খিয়াং নয়নের লেখা প্রথম গ্রন্থ। বইটি জুন ২০২৪ খ্রিস্টাব্দে, দোঁয়াশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। মূলতঃ জীবনমুখী মোটিভেশনাল বই এটি। যা ফরাসি এবং বাংলা ভাষায় রচিত হয়েছে।