ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ, ইউরোপীয়ান ইউনিয়ন ও মোদির শোক

  • আপডেট সময় ০৫:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

বিবৃতিতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জাতিসংঘ। আমরা গভীর দুঃখের সঙ্গে ব্যক্ত করছি, এই দুর্ঘটনায় বহু শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

ইউরোপীয়ান ইউনিয়নের শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। সোমবার ফেসবুকের এক পোস্টে শোক জানায় এই জোট। সেখানে বলা হয়েছে, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর এফ-৭ সিরিজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় গভীর শোক জানাচ্ছে ইউরোপীয়ান ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দল। তারা বলেছে, তাদের ভারাক্রান্ত হৃদয় দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত ও ১৬০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত, যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারত বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং সম্ভাব্য সকল প্রকার সমর্থন ও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতিসংঘ, ইউরোপীয়ান ইউনিয়ন ও মোদির শোক

আপডেট সময় ০৫:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

বিবৃতিতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জাতিসংঘ। আমরা গভীর দুঃখের সঙ্গে ব্যক্ত করছি, এই দুর্ঘটনায় বহু শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

ইউরোপীয়ান ইউনিয়নের শোক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। সোমবার ফেসবুকের এক পোস্টে শোক জানায় এই জোট। সেখানে বলা হয়েছে, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর এফ-৭ সিরিজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় গভীর শোক জানাচ্ছে ইউরোপীয়ান ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দল। তারা বলেছে, তাদের ভারাক্রান্ত হৃদয় দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত ও ১৬০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত, যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারত বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং সম্ভাব্য সকল প্রকার সমর্থন ও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।