ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয় তরুণদের বিদেশমুখিতা: সুযোগ না সংকট? ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা”

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস।’

  • আপডেট সময় ১১:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্ট : ৫ আগস্ট বাংলাদেশের মানচিত্রে নতুন সূর্যোদয় ঘটেছে। একটা ঘোর অমানিশা আর অনিশ্চয়তার বাংলাদেশে আশার আলো ছড়িয়ে দিয়েছে। সম্ভাবনা আর উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবার এমন সুযোগ তৈরি করে দিয়েছে ছাত্রজনতা। অনেক জীবন এবং ত্যাগের বিনিময়ে যে সুযোগ এনে দিয়েছে তা যেন আমরা না হারাই। কথাগুলো বলছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ঐতিহাসিক ‘জুলাই গণ অভ্যুত্থান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন। তিনি বলেন, ছাত্ররা ইতিহাসের পরতে পরতে সময়ের প্রয়োজনে এগিয়ে এসেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেটা ৫২, উনসত্তর, একাত্তর, এরশাদের বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক জুলাইয়ের আন্দোলন ছাত্ররাই বিশাল ঐতিহ্যের ধারক। তারা কিন্তু এমন আন্দোলন করেছে  দেশের উন্নয়ন আর পরিবর্তনের আকাঙ্খা নিয়ে। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীদের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান, একাত্মতা, সংশ্লিষ্টতা এর আগে এতো দেখা যায়নি।

তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাসের নানা কর্মকান্ডের বিষয় তুলে ধরে বলেন, কাউকেই রাজনৈতিক পরিচয়ে দূতাবাস কখনও দেখা হয়না। দূতাবাস কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। কিন্তু দূতাবাসকে সরকারের নির্দেশনা পালন করতে হয়। তিনি তার বক্তব্যে প্যারিসে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালানোর ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এমএ তাহের, কমিউনিটি নেতা ইমরান আহমেদ, এনসিপি ফ্রান্স শাখার সভাপতি ইফতেশাম চৌধুরী। বক্তারা আশংকা প্রকাশ করে বলেন,
জুলাইকে ব্যবসার উপলক্ষ করা হয়েছে, বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। রাজনৈতিক ভিন্নতা থাকবে, দেশপ্রেমের জায়গা থেকে এক এবং অভিন্ন। তারা অভিযোগ করে বলেন,
রেমিট্যান্স যোদ্ধাদের ব্যাপারটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। প্রবাসীদের ভোটার হবার দাবিটি এখনও বাস্তবায়ন হয়নি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ালিদ বিন কাশেম।
অনুষ্ঠানে জুলাই আন্দোলন এর ওপর চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শেষে রাষ্ট্রদূতকে এনসিপি ফ্রান্স শাখার পক্ষ থেকে জুলাই আন্দোলনের একটি ছবি উপহার দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস।’

আপডেট সময় ১১:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

দর্পণ রিপোর্ট : ৫ আগস্ট বাংলাদেশের মানচিত্রে নতুন সূর্যোদয় ঘটেছে। একটা ঘোর অমানিশা আর অনিশ্চয়তার বাংলাদেশে আশার আলো ছড়িয়ে দিয়েছে। সম্ভাবনা আর উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবার এমন সুযোগ তৈরি করে দিয়েছে ছাত্রজনতা। অনেক জীবন এবং ত্যাগের বিনিময়ে যে সুযোগ এনে দিয়েছে তা যেন আমরা না হারাই। কথাগুলো বলছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ঐতিহাসিক ‘জুলাই গণ অভ্যুত্থান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন। তিনি বলেন, ছাত্ররা ইতিহাসের পরতে পরতে সময়ের প্রয়োজনে এগিয়ে এসেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেটা ৫২, উনসত্তর, একাত্তর, এরশাদের বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক জুলাইয়ের আন্দোলন ছাত্ররাই বিশাল ঐতিহ্যের ধারক। তারা কিন্তু এমন আন্দোলন করেছে  দেশের উন্নয়ন আর পরিবর্তনের আকাঙ্খা নিয়ে। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীদের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান, একাত্মতা, সংশ্লিষ্টতা এর আগে এতো দেখা যায়নি।

তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাসের নানা কর্মকান্ডের বিষয় তুলে ধরে বলেন, কাউকেই রাজনৈতিক পরিচয়ে দূতাবাস কখনও দেখা হয়না। দূতাবাস কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। কিন্তু দূতাবাসকে সরকারের নির্দেশনা পালন করতে হয়। তিনি তার বক্তব্যে প্যারিসে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালানোর ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এমএ তাহের, কমিউনিটি নেতা ইমরান আহমেদ, এনসিপি ফ্রান্স শাখার সভাপতি ইফতেশাম চৌধুরী। বক্তারা আশংকা প্রকাশ করে বলেন,
জুলাইকে ব্যবসার উপলক্ষ করা হয়েছে, বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। রাজনৈতিক ভিন্নতা থাকবে, দেশপ্রেমের জায়গা থেকে এক এবং অভিন্ন। তারা অভিযোগ করে বলেন,
রেমিট্যান্স যোদ্ধাদের ব্যাপারটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। প্রবাসীদের ভোটার হবার দাবিটি এখনও বাস্তবায়ন হয়নি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ালিদ বিন কাশেম।
অনুষ্ঠানে জুলাই আন্দোলন এর ওপর চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শেষে রাষ্ট্রদূতকে এনসিপি ফ্রান্স শাখার পক্ষ থেকে জুলাই আন্দোলনের একটি ছবি উপহার দেন।