ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি থেকে : ঝালকাঠিতে সপ্তাহব্যাপি বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।সপ্তাহব্যাপি এই মেলায় ৩২ লাখ ২৫ হাজার টাকারচারা বিক্রি হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমিচত্বরে অনুষ্ঠিত এই মেলার সমাপনী ও পুরস্কারবিতরণী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা আশরাফুররহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথিছিলেন পুলিশ সুপার উজ্বল কুমার রায় ও অতিরিক্তজেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্তউপ–পরিচালক কৃষি সম্প্রসারণ রিয়াজুল্লাহ বাহাদুর।সভাপতিত্ব করেন বিভাগী বন কর্মকর্তা মোঃ কবিরহোসেন পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠিফরেস্ট রেঞ্জার মোঃ জাকিরুল হক সরকার। মেলায়১৫টি স্টলে অংশগ্রহণকারী নার্সারী প্রতিষ্ঠানের মধ্যেআল আমিন নার্সারী স্বরুপকাঠীর, আলী আকবর১ম, ঝালকাঠি নার্সারীর মনির হোসেন ২য় এবংঝালকাঠির পাপিয়া নার্সারীর পাপিয়া সুলতানা তৃতীয়হয়েছেন। একই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসকঅংশগ্রহণকারী ছাত্র–ছাত্রীদের মধ্যে বিভিন্ন গাছেরচারা বিতরণ করেন। জেলা প্রশাসক সমাপনীঅনুষ্ঠানের পূর্বে অতিথিদের নিয়ে মেলার স্টলগুলিতেবিভিন্ন ধরণের বৃক্ষচারা ঘুরে ঘুরে দেখেন।