ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয় তরুণদের বিদেশমুখিতা: সুযোগ না সংকট? ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা”

স্প্যানের জুমিলা শহরে ঈদ উৎসবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার

  • আপডেট সময় ১১:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

স্পেনের কেন্দ্রীয় সরকার দেশটির মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে স্থানীয় প্রশাসনের মুসলিম ধর্মীয় উৎসব সীমিত করার সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছে। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শহরের পৌর পরিষদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করে যেখানে ক্রীড়া কেন্দ্রে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করা হয়। সমালোচকদের মতে, এই পদক্ষেপ মূলত মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতরসহ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন সীমিত করার উদ্দেশ্যে নেওয়া হয়। প্রস্তাবটি কট্টর-ডানপন্থী ‘ভক্স’ দল ও রক্ষণশীল ‘পপুলার পার্টি’র সমর্থনে পাস হয়। এমনকি বাজেট অনুমোদনের বিনিময় হিসেবেও এই প্রস্তাবের প্রতি সমর্থন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্পেনের অন্তর্ভুক্তি ও অভিবাসন প্রতিমন্ত্রী এলমা স্যানেজ প্রস্তাবটিকে ‘বর্ণবাদী’ উল্লেখ করে বলেন, এটি সংবিধানবিরোধী এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী। ফলে কেন্দ্রীয় সরকার দ্রুত এই নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেয়।

প্রায় ২৭ হাজার জনসংখ্যার জুমিলা শহরে মুসলিমরা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে স্থানীয় ক্রীড়া কেন্দ্রে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মুসলিম সম্প্রদায় ছাড়াও ক্যাথলিক চার্চও অবস্থান নেয় এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান জানায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্প্যানের জুমিলা শহরে ঈদ উৎসবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার

আপডেট সময় ১১:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

স্পেনের কেন্দ্রীয় সরকার দেশটির মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে স্থানীয় প্রশাসনের মুসলিম ধর্মীয় উৎসব সীমিত করার সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছে। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শহরের পৌর পরিষদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করে যেখানে ক্রীড়া কেন্দ্রে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করা হয়। সমালোচকদের মতে, এই পদক্ষেপ মূলত মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতরসহ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন সীমিত করার উদ্দেশ্যে নেওয়া হয়। প্রস্তাবটি কট্টর-ডানপন্থী ‘ভক্স’ দল ও রক্ষণশীল ‘পপুলার পার্টি’র সমর্থনে পাস হয়। এমনকি বাজেট অনুমোদনের বিনিময় হিসেবেও এই প্রস্তাবের প্রতি সমর্থন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্পেনের অন্তর্ভুক্তি ও অভিবাসন প্রতিমন্ত্রী এলমা স্যানেজ প্রস্তাবটিকে ‘বর্ণবাদী’ উল্লেখ করে বলেন, এটি সংবিধানবিরোধী এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী। ফলে কেন্দ্রীয় সরকার দ্রুত এই নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেয়।

প্রায় ২৭ হাজার জনসংখ্যার জুমিলা শহরে মুসলিমরা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে স্থানীয় ক্রীড়া কেন্দ্রে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মুসলিম সম্প্রদায় ছাড়াও ক্যাথলিক চার্চও অবস্থান নেয় এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান জানায়।