প্রেস বিজ্ঞপ্তি : লন্ডন, ৩০ আগস্ট- দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর, শনিবার পূর্ব লন্ডনের দ্য অস্ট্রিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে’। উক্ত অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি হিসাববিদদের অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরাসহ নেটওয়ার্কিং এবং তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা জানানো হবে। দুপুর ১২.০০ থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ব্রিটিশ বাংলাদেশি পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এখন থেকে প্রতিবছরের সেপ্টেম্বর মাসের শেষ শনিবার দিনটি ‘ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে’ হিসেবে যুক্তরাজ্যে জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে। এ উপলক্ষে পেশাদার হিসাববিদ ও নিরীক্ষকদের সংগঠন ‘দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’ নানা কর্মসূচি পালন করবে। এই দিনটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দ্বারা রক্ষিত প্রতিশ্রুতি, আর্থিক রিপোর্টে সততা, নির্ভুলতা, উন্মুক্ততা, স্থিতিশীলতা, ব্যবসায়িক সুশাসন, উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং অনুশীলনগুলিকে সমর্থন, নিয়মিতভাবে অ্যাকাউন্টিং মান আপডেট এবং পেশাদারিত্বের মূল্যের কথা স্মরণ করিয়ে দিবে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল, শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন “দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি”। সংগঠনটি’র স্লোগান হচ্ছে, ‘Connecting the excellence of British Bangladeshi Chartered Accountants.’ আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যাটদের পেশাগত উৎকর্ষতার জন্য কাজ করে যাচ্ছে। অ্যাকাউন্টিংয়ের ছাত্র এবং তরুণ অ্যাকাউন্ট্যাটদের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে সাহায্য করছে। দেশ বিদেশের বিভিন্ন ব্যবসায়িক পরিবেশে কর আইন, নিরীক্ষা প্রক্রিয়া, এবং আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় নানান জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি ছোট, মাঝারি এবং বড় পরিসরের ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে সেগুলো কমানোর পথ খুঁজে বের করতে সাহায্য করছে। অল্পদিনেই সংগঠনটি ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মুল সংগঠনে পরিণত হয়েছে।