দর্পণ ডেস্ক: প্যারিসে গেল রবিবার ২১ সেপ্টেম্বর সংহতি ও নাগরিক দায়বদ্ধতার এক সুন্দর উদাহরণ দেখা গেল। সলিডারিতে আজি ফ্রান্স (SAF) কর্তৃক আয়োজিত ৫ম পরিচ্ছন্নতাদিবসে প্যারিসের ১৮তম অঞ্চলে ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী একত্রিত হন। বাংলাদেশি, আফ্রিকানসহ বিভিন্ন প্রবাসী সম্প্রদায়ের সদস্য, SAF-এর স্বেচ্ছাসেবকএবং Collectif de Sans-Papiers de Paris 75 (CSP75) একসঙ্গে কাজ করেন এলাকার রাস্তাগুলোকেআরও পরিচ্ছন্ন ও সুন্দর করার জন্য।
এই অনুষ্ঠানটির উদ্যোগ ও সমন্বয় করেছে SAF। দিনের শুরুতে বিভিন্ন ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। SAF-এরসভাপতি নয়ন খিয়াং উদ্বোধনী বক্তব্যে অভিবাসীদের নাগরিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। তার পাশে ছিলেন আনজুমান সিসোকো, প্যারিস ১৮তম অঞ্চলের কাউন্সিলর ও CSP75-এরদায়িত্বপ্রাপ্ত, এবং ফ্রেদেরিক বাদিনা–সেরপেত্তে, প্যারিসকাউন্সিলর ও পরিচ্ছন্নতা বিষয়ে মেয়রের প্রতিনিধি।এছাড়া জোয়েল, CSP75-এর সক্রিয় সদস্য, যৌথ উদ্যোগটির প্রশংসা করেন।
গ্লাভস ও আবর্জনার ব্যাগ হাতে নিয়ে স্বেচ্ছাসেবীরা এলাকাজুড়ে ছড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টার মধ্যেই ডজন ডজন ব্যাগ ভরে যায় বর্জ্যে। পথচারীরা অবাক হয়েদেখেন অভিবাসীরা রাস্তাঘাট পরিষ্কার করছেন। অনেকে স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেন, প্রশংসা করেন। একমহিলা বাসিন্দা বলেন: “এটা আমি প্রথমবার দেখছি, দারুণ কাজ!”। দীর্ঘদিন ধরে যেসব অভিবাসীরা সমাজে অবহেলিত বা কলঙ্কিত, তাদের এই উদ্যোগ অনেকের চোখ খুলে দেয়।
নয়ন খিয়াং বলেন:
“আমরা আমাদের দেশ ছেড়ে এসেছি, আর এখন ফ্রান্সই আমাদের দেশ। এখানে আমাদের যেমন অধিকার আছে, তেমনি দায়িত্বও আছে। নাগরিক জীবনে অংশ গ্রহণ করা মানে দেখানো যে অভিবাসীরা সমাজের জন্য বোঝা নয় বরং এক শক্তি, এক সম্পদ এবং এক ইতিবাচক শক্তি।অন্তর্ভুক্তি নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমেও হয়।”
আনজুমান সিসোকো, প্যারিস ১৮তম কাউন্সিলর ওCSP75-এর দায়িত্বপ্রাপ্ত, জোর দিয়ে বলেন:
“আমাদের নিয়ে মিডিয়ায় অনেক কথা হয়, প্রায়শই নেতিবাচক ভাবে। আজ আমরা অন্য চিত্র দেখাতে চেয়েছি– এমন মানুষ যারা অংশ নেয়, সম্মান করে এবং সমাজে মিশতে চায়।”
ফ্রেদেরিক বাদিনা–সেরপেত্তে, প্যারিস কাউন্সিলর ওপরিচ্ছন্নতা বিষয়ে মেয়রের প্রতিনিধি, স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে সাধুবাদ জানান।
অন্যদিকে, জোয়েল (CSP75) স্মরণ করিয়ে দেন:
“অভিবাসীরা শুধু দাবিদার নন, তারাও সাধারণ কল্যাণের সক্রিয় অংশীদার।”
SAF-এর সভাপতি বিশেষভাবে ধন্যবাদ জানান সকলস্বেচ্ছাসেবীকে – বিশেষ করে মামুন, শাহিন, তাসনিয়া, তাওহিদা, সবুজ, শিমুল, খালেদ এবং অন্য সক্রিয়সদস্যদের। CSP75-এর উপস্থিতি ও সহযোগিতার জন্যওতিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিচ্ছন্নতার কাজের বাইরে এই দিবসটি ছিল অন্তর্ভুক্তিরএক শক্তিশালী প্রতীক। এটি দেখিয়েছে যে অভিবাসীদের অংশগ্রহণ কেবল তাদের নিজস্ব সম্প্রদায়েই সীমাবদ্ধ নয়, বরং তারা সক্রিয়ভাবে ফরাসি সামাজিক ও নাগরিকজীবনের অংশ হতে চায়। যখন অভিবাসন নিয়েনেতিবাচক আলোচনা প্রাধান্য পায়, SAF-এর এই উদ্যোগ এক ভিন্ন ও ইতিবাচক বার্তা দেয় – অভিবাসীরা দর্শক নন, বরং সাধারণ কল্যাণের সক্রিয় অংশীদার।
৫ম সংস্করণটি আবারও প্রমাণ করল যে সংহতি, অন্তর্ভুক্তি ও পরিবেশ একসাথে চলতে পারে। প্রায়শই অদৃশ্য বা কলঙ্কিত মানুষরাই এইবার উদাহরণ স্থাপন করলেন প্যারিসের হৃদয়ে।
সামনে এগিয়ে চলা
এই সাফল্যের ভিত্তিতে, SAF ইতিমধ্যেই এ ধরনের উদ্যোগ আবার আয়োজনের পরিকল্পনা করছে। লক্ষ্যদুটি: এলাকার পরিবেশের উন্নতিতে কার্যকর অবদান রাখাএবং নাগরিক কর্মকাণ্ডের মাধ্যমে অভিবাসীদেরঅন্তর্ভুক্তিকে জোরদার করা।
সহজ কিন্তু প্রতীকী এই উদ্যোগের মাধ্যমে SAF-এরস্বেচ্ছাসেবীরা পরিষ্কার বার্তা দিয়েছেন: অভিবাসীরাপ্রান্তিক নন, তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং এর বিকাশে অবদান রাখতে চান।