জিয়াউল হক জুমন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের কোয়রতেইরা এবং ভিলামোড়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্বেগে , গেল ২১ আক্টোবর ২০২৫ পর্তুগাল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ১টি বাস এবং বেশ কয়েকটি প্রাইভেট কারে চড়ে প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশিরা বনভোজনের উদ্দেশ্যে ছুটে যান প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় লেক সবুজের সমারোহ স্পেনের সেভিলার অন্যতম দর্শনীয় স্থান প্লাজা দা ইস্পানিয়ায়।
বাস থেকে নেমেই নিজেদের ছবি তুলেছে ছুটাছুটি করেন এবং কিছু সময় আনন্দ উছ্বাসে মেতেছিলেন সবাই। তারপর দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় আকর্ষণীয় লটারি ড্র এবং নানা খেলাধুলার আয়োজন।
বনভোজন অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, মেহরাব হোসেন সানি, মিঠু, মুসা, তোফাজ্জল, আবদুল্লাহ, ফেরদৌস, জিয়া’সহ আরও অনেকে।
আয়োজক কমিটির পক্ষ থেকে মেহরাব হোসেন সানি, বনভোজন আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে সবার সহযোগিতায় আরও ব্যাপক পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে , লটারি ড্র এবং বনভোজন অনুষ্ঠানে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।