ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২০২৬ সালের নির্বাচনে ভোট বর্জনের হুমকি শেখ হাসিনার ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’ ফরাসি বাজেট নিয়ে সংসদে টানাপোড়েন: সরকার টিকে থাকবে কি? আওয়ামীলীগের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চান হাসিনা বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগাপ্রকল্প ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে অনলাইন বিদ্বেষমূলক প্রচারণা: ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা শুরু “সিলেট-ঢাকা রেলপথে ৮ দফা দাবির প্রতি একাত্মতা ঘোষণা” যুবদল বিএনপির প্রাণশক্তি” — তুলুজে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা দুর্দিনের কর্মীরাই সংগঠনের প্রাণ — তুলুজে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা ক্ষমা: ভদ্রতার প্রতীক নাকি রাজনৈতিক ফাতরামি?

ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’

  • আপডেট সময় ১২:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি 9 অক্টোবর ২০২৫\

ঝালকাঠির দুটি আসনেই বিএনপির ধানের শীষের ভোটইবেশি। জাতীয় সংসদ নির্বাচনে  বেশ কয়েকবার জনগণেরভোটেও তা প্রমাণিত হয়েছে। তবে আগামী ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিয়েছেইসলামী জোটবদ্ধ দলগুলো।  তাই বিএনপির ভোটব্যাংকখ্যাত জনপদে এই একক আধিপত্য থাকবে কিনা তা নিয়েসন্দিহান জনসাধারণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা দলগুলো সমন্বয়করে প্রার্থী দেবে এমন গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। ইসলামীদলগুলোর সমন্বয়ে প্রার্থী ঘোষণা করা হলে ভোটের মাঠেবিএনপি মনোনীত প্রার্থীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেনবলে সংশ্লিষ্টরা মনে করছেন। জেলার চারটি উপজেলা নিয়েদুটি সংসদীয় আসন গঠিত হয়েছে। উভয় আসনেইবিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দেড় ডজনের বেশি।বিপরীতে জামায়াত দিয়েছে একক প্রার্থী। তবে সেটাও চুড়ান্তনয় বলে দলীয় সূত্রে জানা গেছে। কেউ কেউ বলছেন এগুলোডামি প্রার্থী। ভোটের মাঠে লড়ার জন্য মনোনয়ন দেওয়া হবেঅন্য দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা শেষহওয়ার পর। এরপর তুলনা করা যাবেÑ কার চেয়ে কে বেশিজনপ্রিয়তায় শক্তিশালী ভোটের মাঠে প্রভাব কার বেশিথাকবে। ইতিমধ্যে প্রভাব বিস্তারের অংশ হিসেবে ২৮জুনইসলামী আন্দোলনের মহাসমাবেশে ঝালকাঠি থেকে লঞ্চরিজার্ভ করে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংগ্রহণ করেছেজেলা শাখা। আগামী ১৯জুন ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানেজামায়াতের মহাসমাবেশে ঝালকাঠি জেলা থেকে ১০হাজারনেতাকর্মী নিয়ে লঞ্চযোগে অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

ঝালকাঠি (রাজাপুর কাঁঠালিয়া) \ রাজাপুর কাঁঠালিয়াউপজেলা নিয়ে গঠিত আসনটিতে তৎপর আছেন বিএনপিরআট নেতা। তারা সবাই দলের মনোনয়ন প্রত্যাশী। তাদেরমধ্যে বেশি আলোচনায় আছেনÑ ২০০৮ সালের ৯ম জাতীয়সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বিদ্বতাকারী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদকরফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেকসহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত নিউ ইয়র্কদক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

এছাড়া জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতাইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলেরকেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি রাজাপুরউপজেলা বিএনপির উপদেষ্টা . জাকারিয়া লিংকন এবং সদ্যবিএনপিতে যোগ দেওয়া কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানপ্রচারের মাঠে সরব রয়েছেন। তারা সবাই নানা কর্মসূচিরমাধ্যমে নিজেদের শক্তি সক্ষমতার জানান দিচ্ছেন।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের দোয়া সমর্থন কামনাকরছেন। এলাকায় ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে তারা দাবিকরছেন। তাদের মধ্যে প্রচারে এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীনেতা রফিকুল ইসলাম জামাল। ২০০৮ সালের নবম জাতীয়সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নির্বাচন করে তিনিপরাজিত হন। একই পরিণতি হয় ২০১৮সালে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসংগ্রামে ভূমিকা রাখতে গিয়েজেল জুলুমহামলামামলার শিকার হয়েছি। বার বারকারাবরণও করেছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশেছিলাম। তাই আমি মনে করি দল এবার আমাকে মনোনয়নদিয়ে এই ত্যাগের মূল্যায়ন করবে।

বিএনপির মনোয়ন প্রত্যাশী  সেলিম রেজা বলেন, ‘দেশেরবাইরে অবস্থান করলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বদাজাগ্রত সক্রিয় ছিলাম। কারণে বিভিন্ন সময় রোষাণলেওপড়ি। দেশে পরিবারের লোকজনকেও হয়রানির শিকার হতেহয়। আশা করি, নিরাশ করবে না।

ইঞ্জিনিয়ার রেজাউল বলেন, একযুগ ধরে শিক্ষা প্রতিষ্ঠাননির্মাণসহ জনসেবামূলক বিভিন্ন কাজ করে জনগণের মন জয়করেছি। এরপরও চারবার দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হই।এবার আশা করি দল আস্থা রাখবে।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকতবলেন, কিশোর বয়স থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে অংশগ্রহণ করি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ছাত্রদলেরকেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, জেলাবিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকরেছি। দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি।ফ্যাসিবাদী সরকারের মামলা, হামলা নির্যাতনের শিকারহয়েছি। দলের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো।দলীয় স্বার্থে মনোনয়ন পাবেন বলেও আশা প্রকাশ করেনতিনি।

অপরদিকে আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশজামায়াতে ইসলামী। দলের রাজাপুর উপজেলা শাখার সাবেকআমির বর্তমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যমাওলানা হেমায়েত উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় মাঠ চষেবেড়াচ্ছেন তিনি। রাজাপুরকাঠালিয়ার প্রত্যন্ত জনপদেজনসাধারণের সাথে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারপক্ষে জামায়াত শিবিরের নেতাকর্মীরা ব্যাপকপ্রচারপ্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন জনসেবামূলক কাজ, স্বেচ্ছাশ্রম অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে রাস্তা সেতুসংস্কারসহ সামাজিক কাজ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণকরছে দলটি। মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, ‘জনগণআমাকে ভোট  দেবে না, ইসলামী হুকুমাত কায়েম করার জন্যদাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেবে।

ইসলামীক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব . ফয়জুল হক ইসলামীদলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখছেন। বিভিন্ন মিডিয়ায়, স্থানীয় এবং জাতীয় সম্মেলনে ইসলামের পক্ষে জোড়ালোবক্তব্য দিচ্ছেন। জামায়াত তৎপর থাকলেও এখনো পর্যন্তপ্রার্থীর নাম ঘোষণা করেনি ইসলামী আন্দোলনসহ অন্যইসলামী দল এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যদলগুলো। তবে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনারয়েছে বলে জানাগেছে। সে ক্ষেত্রে মিডিয়া ব্যক্তিত্ব . ফয়জুলহককে জামায়াতসহ অন্য দলগুলো যৌথ সমর্থন দিতে পারে।রাজাপুরকাঠালিয়া আসনে ইসলামী দলগুলো সমন্বয় করেপ্রার্থী দিলে ইসলামী রাষ্ট্র এবং কুরআনের রাজ কায়েমেরদায়িত্ব পালনের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশকরেন। তিনি জানান, কোন ব্যক্তির মতাদর্শ নয়, আল্লাহ রাসুলের নির্দেশিত পথ প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্তকরে।

ঝালকাঠি (সদর উপজেলা নলছিটি) \ ঝালকাঠি সদরউপজেলা নলছিটি উপজেলা নিয়ে গঠিত আসনটিতেবিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত আটজন। তাদের মধ্যেবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদীমহিলাদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং ২০১৮ সালের জাতীয়সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী জীবা আমিনাআল গাজী, সাবেক এমপি জেলা বিএনপির সাবেকসাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপিরকেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব জেরা আইনজীবী সমিতিরসভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন,  জেলা ছাত্রদলেরসাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক আহŸায়ক, জেলাবিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপিরআহŸায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নূপুর এবংজেলা যুবদলের সাবেক সভাপতি যুবদলের কেন্দ্রীয় নেতাজিএম আব্দুস সবুর কামরুল জোর প্রচারপ্রচারণা গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন সভাসমাবেশে অগ্রভাবেঅংশ নিচ্ছেন তারা।

জাতীয় পার্টির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোরমরণোত্তর উপনির্বাচনে স্ত্রী ইসরাত সুলতানা ইলেনভুট্টো২০০০সালে ধানের শীষ প্রতিকে নির্বাচনে করলেও তৎকালীনআওয়ামীলীগ সরকারের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুনৌকা প্রতিক নিয়ে ভোট কারচুপিতে জয়ী হন। এরপর ২০০১সালের চারদলীয় ঐক্য জোটের নির্বাচনে বিজয়ী হনইলেনভুট্টো। তারই ধারাবাহিকতা ২০০৮ সালে বিএনপিরমনোনয়ন পান ইলেন ভুট্টো। তিনি সে যাত্রায় পার হতে নাপারলেও এরই ধারাবাহিকতায় ২০১৮সালেও দলের টিকিটপান তিনি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপির টিকিট দেওয়া হয় জীবাআমিনার হাতে।

আওয়ামীলীগ সরকারের শেষের দিকে রাজনীতিতে পুনরায়সক্রিয় হলেও সভাসমাবেশে কোণঠাসা করে রাখা হয়েছিলোতাকে। যথাযথ মর্যাদায় তার আসনটিও দেয়া হয়নি।রাজনীতিতে সক্রিয় হওয়ায় তাকে  নিয়ে নেতাকর্মীদের মধ্যেমিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, ইলেন ভুট্টো২০১৮ সালের নির্বাচনের পরে নেতাকর্মীদের সঙ্গে কোনোযোগাযোগ রাখেননি। এরপর তাকে কেউ খুঁজে পায়নি।আওয়ামী শাসনামলে তার নামে হয়নি কোনো মামলাও।

জীবা আমিনা বলেন, ‘২০১৮ সালে নির্বাচনী প্রচারে নামায়বাড়িতে হামলা, পথে পথে সন্ত্রাসী হামলায় গাড়ি ভাঙচুরকরে। এরপর বিভিন্নভাবে হামলামামলা দিয়ে নির্যাতন হয়রানি করে ফ্যাসিবাদী সরকার। এতকিছুর পর নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছি। এবার দল তারপ্রতিদান দেবে বলে প্রত্যাশা রাখি।

মাহবুবুল হক নান্নু ছাত্রদল মনোনীত বরিশাল বিএম কলেজেরসাবেক ভিপি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, যুবদলেরসাবেক সহসভাপতি, বিএনপির বর্তমান সহসাংগঠনিকসম্পাদক পদের দায়িত্ব পালন করছেন। বিগত দিনে রাজধানীঢাকাসহ ঝালকাঠির আন্দোলনসংগ্রামে সক্রিয় ছিলেন।তিনি একাধিকবার কারাবরণও করেন। নির্বাচনের মাঠে লড়ারইচ্ছা তার বহু আগের, বেশ কয়েকবার তিনি দলেরমনোনয়নও চান। এবারও তিনি আশাবাদী বলে জানিয়েছেন।

২০২০ সালে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পরথেকে সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন মাঠেররাজনীতিতে সক্রিয় আছেন। দলের দুঃসময়ে তিনি  জেলাবিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। তার নামে একাধিকমামলাও হয়েছে। তার বাসায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেভাংচুর চালায়।

দলের আরেক ত্যাগী নেতা মনিরুল ইসলাম নুপুরওমনোনয়ন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন।তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের চাহিদার আলোকেরাজনীতি করছি। এবার দল আমাকে টিকিট দেবে বলে আশারাখি।

জিএম আব্দুস সবুর কামরুল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েএবং  কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদলের গুরুত্বপুর্ণ পদে ছিলাম।জেলা যুবদল সভাপতি ছিলাম। কেন্দ্রীয় যুবদলের সম্পাদকীয়পদে এখনও দায়িত্বে আছি। ফ্যাসিবাদী সরকার পতনের এবংদেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামেজেলায় কেন্দ্রে সবসময় অগ্রভাগে ছিলাম। এজন্য অনেকহামলা মামলা সহ্য করতে হয়েছে। একাধিকবার কারাবরণকরেছি। ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিতহয়ে রাজনীতি শুরু করে এখন পর্যন্ত একইভাবে আছি।তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ সবসময়ই রেখেছি, যাএখনও বহাল আছে। দল আমাকে মনোনয়ন দিলে তারঅবমূল্যায়ন হবে না, বরং বিজয় নিশ্চিত বলেও আশা করেনতিনি।  

এদিকে বার বার কারা নির্যাতিত ছাত্রদল কেন্দ্রীয় কমিটিরসাবেক সদস্য ব্যারিস্টার এম জি জাকারিয়াও এবার বিএনপিরমনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। গত ১৫ বছরে তারনামে আওয়ামী লীগ ৪৫টি মামলা দিয়েছিল বলে দাবি করেনতিনি।

এআসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়নদেয়া হয়েছে শেখ নেয়ামুল করীমকে। যিনি বরিশাল বিএমকলেজ ছাত্রসংসদের এজিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয়অফিস সম্পাদক ছিলেন। তিনি ঝালকাঠি সদর নলছিটিউপজেলার প্রত্যন্ত এলাকায় জামায়াতশিবিরের নেতাকর্মীদেরসাথে নিয়ে প্রচারপ্রচারণা গণসংযোগ চালাচ্ছেন। তারপক্ষ হয়ে জামায়াত শিবিরের লোকজনও  প্রচারপ্রচারণা গণসংযোগ করছেন। বিভিন্ন জাতীয় দিবস ধর্মীয় উৎসবেপোস্টারে শুভেচ্ছা বাণি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনৈতিকদলগুলো থেকে মনোনয়ন এখন প্রদান করা হয়নি। তবেইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ধর্মী আলোচকনবমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী গণসংযোগ প্রচারপ্রচারণা চালাচ্ছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে কুশলবিনিময় করেেছন এবং খোজখবর নিচ্ছেন।

ঝালকাঠির ইসলামী দলগুলোর সমন্বয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেবাছাই করে তাকে সমন্বিত মনোনয়ন দিয়ে নির্বাচন করারপ্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।  

ঝালকাঠি শহরের সাধারণ ভোটাররা বলেন, ‘জুলাই বিপ্লবেরপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব অনেক।ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকেসমর্থন দেওয়ার জন্য। তবে এবারের নির্বাচনে প্রভাব বিস্তারকরতে পারে তরুণ ভোটাররা। দেশ যেন আবার নতুনফ্যাসিবাদের কবলে না পড়ে সে বিষয়ে সবাই বেশ সচেতন।গণতন্ত্র, স্বৈরতন্ত্র ফ্যাসিবাদীতন্ত্র সবই দেখা হয়েছে। এবারসংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কেমন চলবে সেটা দেখারঅভিজ্ঞতা অর্জন করতে চান তারা।

সুশাসনের জন্য নাগরিক সুজন ঝালকাঠি  জেলা সভাপতিইলিয়াস সিকদার ফরহাদ বলেন, প্রার্থী বাছাইয়ে দলগুলোকেসতর্ক থাকতে হবে। যাতে তারা নির্বাচিত হয়ে জনগণেরপ্রত্যাশা পূরণ করতে পারেন। আবার যদি চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিগ্রস্ত টেন্ডারবাজরা ক্ষমতায় আসে, তাহলেজুলাই বিপ্লবের আকাঙ্খার বাংলাদেশ নাও প্রতিষ্ঠিত হতেপারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২০২৬ সালের নির্বাচনে ভোট বর্জনের হুমকি শেখ হাসিনার

ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’

আপডেট সময় ১২:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি 9 অক্টোবর ২০২৫\

ঝালকাঠির দুটি আসনেই বিএনপির ধানের শীষের ভোটইবেশি। জাতীয় সংসদ নির্বাচনে  বেশ কয়েকবার জনগণেরভোটেও তা প্রমাণিত হয়েছে। তবে আগামী ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিয়েছেইসলামী জোটবদ্ধ দলগুলো।  তাই বিএনপির ভোটব্যাংকখ্যাত জনপদে এই একক আধিপত্য থাকবে কিনা তা নিয়েসন্দিহান জনসাধারণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা দলগুলো সমন্বয়করে প্রার্থী দেবে এমন গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। ইসলামীদলগুলোর সমন্বয়ে প্রার্থী ঘোষণা করা হলে ভোটের মাঠেবিএনপি মনোনীত প্রার্থীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেনবলে সংশ্লিষ্টরা মনে করছেন। জেলার চারটি উপজেলা নিয়েদুটি সংসদীয় আসন গঠিত হয়েছে। উভয় আসনেইবিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দেড় ডজনের বেশি।বিপরীতে জামায়াত দিয়েছে একক প্রার্থী। তবে সেটাও চুড়ান্তনয় বলে দলীয় সূত্রে জানা গেছে। কেউ কেউ বলছেন এগুলোডামি প্রার্থী। ভোটের মাঠে লড়ার জন্য মনোনয়ন দেওয়া হবেঅন্য দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা শেষহওয়ার পর। এরপর তুলনা করা যাবেÑ কার চেয়ে কে বেশিজনপ্রিয়তায় শক্তিশালী ভোটের মাঠে প্রভাব কার বেশিথাকবে। ইতিমধ্যে প্রভাব বিস্তারের অংশ হিসেবে ২৮জুনইসলামী আন্দোলনের মহাসমাবেশে ঝালকাঠি থেকে লঞ্চরিজার্ভ করে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংগ্রহণ করেছেজেলা শাখা। আগামী ১৯জুন ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানেজামায়াতের মহাসমাবেশে ঝালকাঠি জেলা থেকে ১০হাজারনেতাকর্মী নিয়ে লঞ্চযোগে অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

ঝালকাঠি (রাজাপুর কাঁঠালিয়া) \ রাজাপুর কাঁঠালিয়াউপজেলা নিয়ে গঠিত আসনটিতে তৎপর আছেন বিএনপিরআট নেতা। তারা সবাই দলের মনোনয়ন প্রত্যাশী। তাদেরমধ্যে বেশি আলোচনায় আছেনÑ ২০০৮ সালের ৯ম জাতীয়সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বিদ্বতাকারী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদকরফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেকসহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত নিউ ইয়র্কদক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

এছাড়া জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতাইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলেরকেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি রাজাপুরউপজেলা বিএনপির উপদেষ্টা . জাকারিয়া লিংকন এবং সদ্যবিএনপিতে যোগ দেওয়া কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানপ্রচারের মাঠে সরব রয়েছেন। তারা সবাই নানা কর্মসূচিরমাধ্যমে নিজেদের শক্তি সক্ষমতার জানান দিচ্ছেন।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের দোয়া সমর্থন কামনাকরছেন। এলাকায় ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে তারা দাবিকরছেন। তাদের মধ্যে প্রচারে এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীনেতা রফিকুল ইসলাম জামাল। ২০০৮ সালের নবম জাতীয়সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নির্বাচন করে তিনিপরাজিত হন। একই পরিণতি হয় ২০১৮সালে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসংগ্রামে ভূমিকা রাখতে গিয়েজেল জুলুমহামলামামলার শিকার হয়েছি। বার বারকারাবরণও করেছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশেছিলাম। তাই আমি মনে করি দল এবার আমাকে মনোনয়নদিয়ে এই ত্যাগের মূল্যায়ন করবে।

বিএনপির মনোয়ন প্রত্যাশী  সেলিম রেজা বলেন, ‘দেশেরবাইরে অবস্থান করলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বদাজাগ্রত সক্রিয় ছিলাম। কারণে বিভিন্ন সময় রোষাণলেওপড়ি। দেশে পরিবারের লোকজনকেও হয়রানির শিকার হতেহয়। আশা করি, নিরাশ করবে না।

ইঞ্জিনিয়ার রেজাউল বলেন, একযুগ ধরে শিক্ষা প্রতিষ্ঠাননির্মাণসহ জনসেবামূলক বিভিন্ন কাজ করে জনগণের মন জয়করেছি। এরপরও চারবার দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হই।এবার আশা করি দল আস্থা রাখবে।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকতবলেন, কিশোর বয়স থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে অংশগ্রহণ করি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ছাত্রদলেরকেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক, জেলাবিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকরেছি। দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি।ফ্যাসিবাদী সরকারের মামলা, হামলা নির্যাতনের শিকারহয়েছি। দলের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো।দলীয় স্বার্থে মনোনয়ন পাবেন বলেও আশা প্রকাশ করেনতিনি।

অপরদিকে আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশজামায়াতে ইসলামী। দলের রাজাপুর উপজেলা শাখার সাবেকআমির বর্তমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যমাওলানা হেমায়েত উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় মাঠ চষেবেড়াচ্ছেন তিনি। রাজাপুরকাঠালিয়ার প্রত্যন্ত জনপদেজনসাধারণের সাথে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারপক্ষে জামায়াত শিবিরের নেতাকর্মীরা ব্যাপকপ্রচারপ্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন জনসেবামূলক কাজ, স্বেচ্ছাশ্রম অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে রাস্তা সেতুসংস্কারসহ সামাজিক কাজ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণকরছে দলটি। মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, ‘জনগণআমাকে ভোট  দেবে না, ইসলামী হুকুমাত কায়েম করার জন্যদাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেবে।

ইসলামীক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব . ফয়জুল হক ইসলামীদলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখছেন। বিভিন্ন মিডিয়ায়, স্থানীয় এবং জাতীয় সম্মেলনে ইসলামের পক্ষে জোড়ালোবক্তব্য দিচ্ছেন। জামায়াত তৎপর থাকলেও এখনো পর্যন্তপ্রার্থীর নাম ঘোষণা করেনি ইসলামী আন্দোলনসহ অন্যইসলামী দল এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যদলগুলো। তবে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনারয়েছে বলে জানাগেছে। সে ক্ষেত্রে মিডিয়া ব্যক্তিত্ব . ফয়জুলহককে জামায়াতসহ অন্য দলগুলো যৌথ সমর্থন দিতে পারে।রাজাপুরকাঠালিয়া আসনে ইসলামী দলগুলো সমন্বয় করেপ্রার্থী দিলে ইসলামী রাষ্ট্র এবং কুরআনের রাজ কায়েমেরদায়িত্ব পালনের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশকরেন। তিনি জানান, কোন ব্যক্তির মতাদর্শ নয়, আল্লাহ রাসুলের নির্দেশিত পথ প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্তকরে।

ঝালকাঠি (সদর উপজেলা নলছিটি) \ ঝালকাঠি সদরউপজেলা নলছিটি উপজেলা নিয়ে গঠিত আসনটিতেবিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত আটজন। তাদের মধ্যেবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদীমহিলাদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং ২০১৮ সালের জাতীয়সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী জীবা আমিনাআল গাজী, সাবেক এমপি জেলা বিএনপির সাবেকসাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপিরকেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব জেরা আইনজীবী সমিতিরসভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন,  জেলা ছাত্রদলেরসাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক আহŸায়ক, জেলাবিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপিরআহŸায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নূপুর এবংজেলা যুবদলের সাবেক সভাপতি যুবদলের কেন্দ্রীয় নেতাজিএম আব্দুস সবুর কামরুল জোর প্রচারপ্রচারণা গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন সভাসমাবেশে অগ্রভাবেঅংশ নিচ্ছেন তারা।

জাতীয় পার্টির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোরমরণোত্তর উপনির্বাচনে স্ত্রী ইসরাত সুলতানা ইলেনভুট্টো২০০০সালে ধানের শীষ প্রতিকে নির্বাচনে করলেও তৎকালীনআওয়ামীলীগ সরকারের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুনৌকা প্রতিক নিয়ে ভোট কারচুপিতে জয়ী হন। এরপর ২০০১সালের চারদলীয় ঐক্য জোটের নির্বাচনে বিজয়ী হনইলেনভুট্টো। তারই ধারাবাহিকতা ২০০৮ সালে বিএনপিরমনোনয়ন পান ইলেন ভুট্টো। তিনি সে যাত্রায় পার হতে নাপারলেও এরই ধারাবাহিকতায় ২০১৮সালেও দলের টিকিটপান তিনি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপির টিকিট দেওয়া হয় জীবাআমিনার হাতে।

আওয়ামীলীগ সরকারের শেষের দিকে রাজনীতিতে পুনরায়সক্রিয় হলেও সভাসমাবেশে কোণঠাসা করে রাখা হয়েছিলোতাকে। যথাযথ মর্যাদায় তার আসনটিও দেয়া হয়নি।রাজনীতিতে সক্রিয় হওয়ায় তাকে  নিয়ে নেতাকর্মীদের মধ্যেমিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, ইলেন ভুট্টো২০১৮ সালের নির্বাচনের পরে নেতাকর্মীদের সঙ্গে কোনোযোগাযোগ রাখেননি। এরপর তাকে কেউ খুঁজে পায়নি।আওয়ামী শাসনামলে তার নামে হয়নি কোনো মামলাও।

জীবা আমিনা বলেন, ‘২০১৮ সালে নির্বাচনী প্রচারে নামায়বাড়িতে হামলা, পথে পথে সন্ত্রাসী হামলায় গাড়ি ভাঙচুরকরে। এরপর বিভিন্নভাবে হামলামামলা দিয়ে নির্যাতন হয়রানি করে ফ্যাসিবাদী সরকার। এতকিছুর পর নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছি। এবার দল তারপ্রতিদান দেবে বলে প্রত্যাশা রাখি।

মাহবুবুল হক নান্নু ছাত্রদল মনোনীত বরিশাল বিএম কলেজেরসাবেক ভিপি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, যুবদলেরসাবেক সহসভাপতি, বিএনপির বর্তমান সহসাংগঠনিকসম্পাদক পদের দায়িত্ব পালন করছেন। বিগত দিনে রাজধানীঢাকাসহ ঝালকাঠির আন্দোলনসংগ্রামে সক্রিয় ছিলেন।তিনি একাধিকবার কারাবরণও করেন। নির্বাচনের মাঠে লড়ারইচ্ছা তার বহু আগের, বেশ কয়েকবার তিনি দলেরমনোনয়নও চান। এবারও তিনি আশাবাদী বলে জানিয়েছেন।

২০২০ সালে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পরথেকে সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন মাঠেররাজনীতিতে সক্রিয় আছেন। দলের দুঃসময়ে তিনি  জেলাবিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। তার নামে একাধিকমামলাও হয়েছে। তার বাসায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেভাংচুর চালায়।

দলের আরেক ত্যাগী নেতা মনিরুল ইসলাম নুপুরওমনোনয়ন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন।তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের চাহিদার আলোকেরাজনীতি করছি। এবার দল আমাকে টিকিট দেবে বলে আশারাখি।

জিএম আব্দুস সবুর কামরুল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েএবং  কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদলের গুরুত্বপুর্ণ পদে ছিলাম।জেলা যুবদল সভাপতি ছিলাম। কেন্দ্রীয় যুবদলের সম্পাদকীয়পদে এখনও দায়িত্বে আছি। ফ্যাসিবাদী সরকার পতনের এবংদেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামেজেলায় কেন্দ্রে সবসময় অগ্রভাগে ছিলাম। এজন্য অনেকহামলা মামলা সহ্য করতে হয়েছে। একাধিকবার কারাবরণকরেছি। ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিতহয়ে রাজনীতি শুরু করে এখন পর্যন্ত একইভাবে আছি।তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ সবসময়ই রেখেছি, যাএখনও বহাল আছে। দল আমাকে মনোনয়ন দিলে তারঅবমূল্যায়ন হবে না, বরং বিজয় নিশ্চিত বলেও আশা করেনতিনি।  

এদিকে বার বার কারা নির্যাতিত ছাত্রদল কেন্দ্রীয় কমিটিরসাবেক সদস্য ব্যারিস্টার এম জি জাকারিয়াও এবার বিএনপিরমনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। গত ১৫ বছরে তারনামে আওয়ামী লীগ ৪৫টি মামলা দিয়েছিল বলে দাবি করেনতিনি।

এআসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়নদেয়া হয়েছে শেখ নেয়ামুল করীমকে। যিনি বরিশাল বিএমকলেজ ছাত্রসংসদের এজিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয়অফিস সম্পাদক ছিলেন। তিনি ঝালকাঠি সদর নলছিটিউপজেলার প্রত্যন্ত এলাকায় জামায়াতশিবিরের নেতাকর্মীদেরসাথে নিয়ে প্রচারপ্রচারণা গণসংযোগ চালাচ্ছেন। তারপক্ষ হয়ে জামায়াত শিবিরের লোকজনও  প্রচারপ্রচারণা গণসংযোগ করছেন। বিভিন্ন জাতীয় দিবস ধর্মীয় উৎসবেপোস্টারে শুভেচ্ছা বাণি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনৈতিকদলগুলো থেকে মনোনয়ন এখন প্রদান করা হয়নি। তবেইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ধর্মী আলোচকনবমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী গণসংযোগ প্রচারপ্রচারণা চালাচ্ছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে কুশলবিনিময় করেেছন এবং খোজখবর নিচ্ছেন।

ঝালকাঠির ইসলামী দলগুলোর সমন্বয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেবাছাই করে তাকে সমন্বিত মনোনয়ন দিয়ে নির্বাচন করারপ্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।  

ঝালকাঠি শহরের সাধারণ ভোটাররা বলেন, ‘জুলাই বিপ্লবেরপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব অনেক।ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকেসমর্থন দেওয়ার জন্য। তবে এবারের নির্বাচনে প্রভাব বিস্তারকরতে পারে তরুণ ভোটাররা। দেশ যেন আবার নতুনফ্যাসিবাদের কবলে না পড়ে সে বিষয়ে সবাই বেশ সচেতন।গণতন্ত্র, স্বৈরতন্ত্র ফ্যাসিবাদীতন্ত্র সবই দেখা হয়েছে। এবারসংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কেমন চলবে সেটা দেখারঅভিজ্ঞতা অর্জন করতে চান তারা।

সুশাসনের জন্য নাগরিক সুজন ঝালকাঠি  জেলা সভাপতিইলিয়াস সিকদার ফরহাদ বলেন, প্রার্থী বাছাইয়ে দলগুলোকেসতর্ক থাকতে হবে। যাতে তারা নির্বাচিত হয়ে জনগণেরপ্রত্যাশা পূরণ করতে পারেন। আবার যদি চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিগ্রস্ত টেন্ডারবাজরা ক্ষমতায় আসে, তাহলেজুলাই বিপ্লবের আকাঙ্খার বাংলাদেশ নাও প্রতিষ্ঠিত হতেপারে।