বার্লিন শান্তি সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধি দলের নিবন্ধন বাতিল করল জার্মানি। গত মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে দলের মুখপাত্র ইউ অং টুন থেত খবরটি নিশ্চিত করেন। তিনি মিয়ানমারের কৌশলগত এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের একজন সদস্য। রাখাইনে ঘটে যাওয়া হত্যাকাÐ ও নির্যাতনের জন্য জার্মানি মিয়ানমারের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বলে জানান ইউ অং টুন থেত। আট সদস্যবিশিষ্ট ওই দলের মুখপাত্র আরও জানান, তাদের জার্মানিতে প্রবেশের
অনুমতি থাকলেও এই সম্মেলনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। শুক্রবার তাদের এই নিবন্ধন
বাতিল হয়েছে। মিয়ানমার টাইমস, স্ট্রেইট টাইমস।