ডেস্ক রিপোর্ট ঃ রবিবার সকাল এগারোটা থেকে এম সি ইন্সটিটিউট অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। ফ্রান্সের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ভার্চুয়াল প্লাটফর্ম zoom এর মাধ্যমে অধিকাংশ অভিভাবক অংশ গ্রহণ করেন।
স্বতস্ফূর্ত অংশগ্রহণে তারা এই ক্রান্তিকালে এম সি ইন্সটিটিউট তার ধারাবাহিকতা ও স্বকীয়তা ধরে রাখায় প্রতিষ্টানের ভূয়সী প্রশংসা করেন।
শিশুদের হামদ নাত,ইসলামি সংগীত ও ক্বিরাত শুনে অভিভাবকগন সন্তোষ প্রকাশ করেন।এসময় ইন্সটিটিউটের সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ও আশাবাদ ব্যক্ত করেন অভিভাবকরা।
অভিভাবক ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের সেক্রেটারি জেনারেল আলতাফুর রহমান,কোষাধ্যক্ষ লুতফর রহমান।
অভিভাবকদের এ মিলন মেলা পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম বিন হারুন।