ফরাসী জাতীয়তা লাভের জন্য ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনের কিছু পুর্ব শর্ত রয়েছে সেগুলো পুরন করলে নাগরিকত্ব লাভের সম্ভাবনা থাকে।
আজ আমরা আলোচনা করবো পিতা এবং মাতা দুজনই অন্য দেশের নাগরিক অথবা ডিক্রি বলে ফরাসী নাগরিক হয়েছেন কিন্তু নাগরিকত্ব লাভের পুর্বে যেসব সন্তান জন্ম নিয়েছে যাদের ফ্রান্সের মাটিতে জন্ম হয়নি কিভাবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করবে।
বিষয়টা সহজভাবে বললে আমরা বলতে পারি বাবা বা মা ফ্রান্সে এসে স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন কিন্তু সে সময় পরিবারের সকল সদস্য (১৮ বছরের নীচের সন্তানেরা)সঙ্গে ছিলেন না। পরবর্তীতে পরিবারের অর্ন্তভূক্তির শর্তে তারা ফ্রান্সে এসে স্থায়ী হয়েছে। এদের নাগরিকত্বের আবেদনের প্রক্রিয়াটি কি হতে পারে।
দুটো প্রক্রিয়ায় সন্তানেরা নাগরিকত্বের আবেদন করতে পারে।
প্রথমত: সন্তানের বয়স ১৩ বছর হলে পিতা বা মাতা ছাড়াই এককভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। যেহেতু ফ্রান্সে ৬ বছর থেকে ১৬ বছর পর্যন্ত শিক্ষাগ্রহন বাধ্যতামুলক এ কারনে স্কুলের প্রত্যয়নপত্র জমা করে নাগরিকত্বের আবেদন করা যাবে।
দ্বিতীয়ত: কোন কারনে সন্তান যখন ফ্রান্সে আসে সে সময় তার বয়স ১৩ বছরের বেশী হয়ে থাকলে পরবর্তীতে ১৬ বছর বয়সে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এ প্রক্রিয়াটিকে বলে ‘Enfant émancipé’ অর্থাৎ একটি শিশু যদিও বা ১৮ বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয় কিন্তু ১৬ বছর বয়সে সে নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার মতো বোধশক্তি অর্জন করে। এ কারনেই ১৬ বছর বয়সে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে।
বি.দ্র. ফরাসী জাতীয়তা লাভের জন্য প্রাথমিক কিছু ধারণা এখন থেকে নিয়মিত দেয়া হবে। আগ্রহীরা নি:সঙ্কোচে মতামত দিতে পারেন। যে কোন ধরনের গঠনমুলক সমালোচনা ইতিবাচকভাবে দেখা হবে।
সূত্রঃ ইউরো বার্তা২৪