ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত সাফ আয়োজিত “প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা:ঈদ বাজার ২০২৫ ইতালিতে প্রবাসী বাংলাদেশী নাহিদ খুনের ঘটনায় গ্রেপ্তার -১ ইতালিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচনের দাবি রোম মহানগর বিএনপির পখত দ্য পারি সেন্ট ডেনিশে “বাংলা অটো ড্রাইভিং” স্কুলের ৭ম শাখা উদ্বোধন” ফ্রান্স ক্রিকেট বোর্ড’র বাংলাদেশি সদস্যদের আমাদের কথা’র সংবর্ধনা ইতালির মিলানে কনস্যুলেটের আয়োজনে উৎসবমুখর পরিবেশে হাজারো প্রবাসীদের মিলনমেলায় বৈশাখী অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে দেশের পথে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল প্যারিসের পন্থা কেথশীমা এলাকায় বাংলাদেশি ২ যৌথ মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন “চব্বিশের বিপ্লব স্বার্থক করতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই”

জানুয়ারিতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিলের সিদ্ধান্ত

  • আপডেট সময় ১১:৪১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১৬৬ বার পড়া হয়েছে

ইতালি প্রতিনিধি: ইউরোপে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সহ সভাপতি লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল খানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই প্রথম সর্বাধিক ২৪ জন সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই সভার ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় স্পেনের সেলিম আলমকে(এনটিভি) আহবায়ক এবং ইতালির লাবণ্য চৌধুরীকে(৭১ টিভি) সদস্য সচিব করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটির গঠন করা হয়।
সংগঠনের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে স্পেনের রাজধানী মাদ্রিদে।
তার আগে আগামী ২৯ নভেম্বর সংগঠনের পরবর্তী নির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র অনুমোদন এবং সম্মেলনের তারিখ নির্ধারণের কথা রয়েছে।
এ লক্ষ্যে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আইল্যান্ডের জাহিদ মোমিন চৌধুরীকে (এনটিভি)আহ্বায়ক, ফ্রান্সের ফেরদৌস করিম আখঞ্জীকে(নিউজ ২৪ টেলিভিশন) সদস্য সচিব, অস্ট্রিয়ার সোহেল চৌধুরীকে(এনটিভি) সদস্য করে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং নির্বাহী সদস্য ইতালির হাসান মাহমুদকে(এটিএন বাংলা) আহবায়ক, সাধারণ সম্পাদক স্পেনের বকুল খানকে(ডিবিসি, আই অন টিভি ইউকে) সদস্য সচিব ও সহ-সভাপতি স্পেনের সেলিম আলম(এনটিভি), ক্রীড়া সম্পাদক বেলজিয়ামের আহমেদ শাহজাহান(এনটিভি) নির্বাহী সদস্য ইতালির শাওন আহমেদ (বাংলা টিভি), নির্বাহী সদস্য পর্তুগালের তারিকুল ইসলাম আশিককে(সময় টেলিভিশন) সদস্য করে ‘সদস্য বাছাই কমিটি’ গঠন করা হয়। নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন করবে এই উপকমিটি।
শুক্রবার এর নির্বাহী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সেলিম আলম, এসপি মাসুদ, জাহিদ মমিন চৌধুরি, আবুল কালাম মামুন, সোহেল চৌধুরী,হুমায়ুন কবির, আরশাদ সুমন,আহমেদ শাহজাহান, মহিউদ্দিন হারুন, জেবুন্নেসা জেবা, মিনহাজ হোসেন, রাসেল আহমেদ, মোঃ সাইফুর রহমান,জুমানা মাহমুদ, রাজীব দাস, হাসান মাহমুদ, শাওন আহমেদ , তারিকুল হাসান আশিক, একেএম জহিরুল ইসলামসহ মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
সম্মেলনকে বর্ণাঢ্য করার লক্ষ্যে একটি সম্মেলন প্রস্তুতি কমিটির ছাড়াও কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
অর্থ উপ-কমিটি: কোষাধ্যক্ষ ফ্রান্সের আবুল কালাম মামুনকে(এনটিভি) আহবায়ক , স্পেনের বকুল খানকে(ডিবিসি, আইএনটিপি ইউকে)সদস্য সচিব, সেলিম আলম ও সহ কোষাধক্ষ্য ইতালির জুমানা মাহমুদকে(সময় টেলিভিশন) সদস্য করে অর্থ উপ-কমিটি গঠন করা হয়।
আপ্যায়ন ও সাংস্কৃতিক উপ-কমিটি: নির্বাহী সদস্য স্পেনের একেএম জহিরুল ইসলামকে(দেশ কন্ঠ) আহ্বায়ক, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক স্পেনের সাইফুর রহমানকে(প্রবাসের ডাক) সদস্য সচিব এবং সহ মহিলা সম্পাদক স্পেনের জেবুন্নেসা জেবুকে সদস্য করে আপ্যায়ন ও সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া প্রচার সম্পাদক ইতালির হূমায়ূন কবীরকে(বাংলা টিভি রোম প্রতিনিধি) আহবায়ক এবং সহধর্ম সম্পাদক ফ্রান্সের রাসেল আহমেদকে (বাংলা টিভি ফ্রান্স)সদস্যসচিব করে প্রচার উপকমিটিও গঠন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জানুয়ারিতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিলের সিদ্ধান্ত

আপডেট সময় ১১:৪১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

ইতালি প্রতিনিধি: ইউরোপে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সহ সভাপতি লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল খানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই প্রথম সর্বাধিক ২৪ জন সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই সভার ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় স্পেনের সেলিম আলমকে(এনটিভি) আহবায়ক এবং ইতালির লাবণ্য চৌধুরীকে(৭১ টিভি) সদস্য সচিব করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটির গঠন করা হয়।
সংগঠনের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে স্পেনের রাজধানী মাদ্রিদে।
তার আগে আগামী ২৯ নভেম্বর সংগঠনের পরবর্তী নির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র অনুমোদন এবং সম্মেলনের তারিখ নির্ধারণের কথা রয়েছে।
এ লক্ষ্যে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আইল্যান্ডের জাহিদ মোমিন চৌধুরীকে (এনটিভি)আহ্বায়ক, ফ্রান্সের ফেরদৌস করিম আখঞ্জীকে(নিউজ ২৪ টেলিভিশন) সদস্য সচিব, অস্ট্রিয়ার সোহেল চৌধুরীকে(এনটিভি) সদস্য করে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং নির্বাহী সদস্য ইতালির হাসান মাহমুদকে(এটিএন বাংলা) আহবায়ক, সাধারণ সম্পাদক স্পেনের বকুল খানকে(ডিবিসি, আই অন টিভি ইউকে) সদস্য সচিব ও সহ-সভাপতি স্পেনের সেলিম আলম(এনটিভি), ক্রীড়া সম্পাদক বেলজিয়ামের আহমেদ শাহজাহান(এনটিভি) নির্বাহী সদস্য ইতালির শাওন আহমেদ (বাংলা টিভি), নির্বাহী সদস্য পর্তুগালের তারিকুল ইসলাম আশিককে(সময় টেলিভিশন) সদস্য করে ‘সদস্য বাছাই কমিটি’ গঠন করা হয়। নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন করবে এই উপকমিটি।
শুক্রবার এর নির্বাহী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সেলিম আলম, এসপি মাসুদ, জাহিদ মমিন চৌধুরি, আবুল কালাম মামুন, সোহেল চৌধুরী,হুমায়ুন কবির, আরশাদ সুমন,আহমেদ শাহজাহান, মহিউদ্দিন হারুন, জেবুন্নেসা জেবা, মিনহাজ হোসেন, রাসেল আহমেদ, মোঃ সাইফুর রহমান,জুমানা মাহমুদ, রাজীব দাস, হাসান মাহমুদ, শাওন আহমেদ , তারিকুল হাসান আশিক, একেএম জহিরুল ইসলামসহ মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
সম্মেলনকে বর্ণাঢ্য করার লক্ষ্যে একটি সম্মেলন প্রস্তুতি কমিটির ছাড়াও কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
অর্থ উপ-কমিটি: কোষাধ্যক্ষ ফ্রান্সের আবুল কালাম মামুনকে(এনটিভি) আহবায়ক , স্পেনের বকুল খানকে(ডিবিসি, আইএনটিপি ইউকে)সদস্য সচিব, সেলিম আলম ও সহ কোষাধক্ষ্য ইতালির জুমানা মাহমুদকে(সময় টেলিভিশন) সদস্য করে অর্থ উপ-কমিটি গঠন করা হয়।
আপ্যায়ন ও সাংস্কৃতিক উপ-কমিটি: নির্বাহী সদস্য স্পেনের একেএম জহিরুল ইসলামকে(দেশ কন্ঠ) আহ্বায়ক, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক স্পেনের সাইফুর রহমানকে(প্রবাসের ডাক) সদস্য সচিব এবং সহ মহিলা সম্পাদক স্পেনের জেবুন্নেসা জেবুকে সদস্য করে আপ্যায়ন ও সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া প্রচার সম্পাদক ইতালির হূমায়ূন কবীরকে(বাংলা টিভি রোম প্রতিনিধি) আহবায়ক এবং সহধর্ম সম্পাদক ফ্রান্সের রাসেল আহমেদকে (বাংলা টিভি ফ্রান্স)সদস্যসচিব করে প্রচার উপকমিটিও গঠন করা হয়েছে।