অনলাইন ডেস্কঃ দক্ষিণ অাফ্রিকায় প্রতিনিয়তই চলছে বাংলাদেশী প্রবাসীদের প্রতি মানসিক,শারীরিক ও পাশবিক নির্যাতন।
চলছে অপহরণ, হামলা,লুণ্ঠন ও হত্যাযজ্ঞ।
বাংলাদেশী মালিকানাধীন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ডাকাতির নামে চলছে প্রবাসী নিধন।
গত ২৪এপ্রিল দক্ষিণ অাফ্রিকার ফ্রিডম পার্ক এলাকায় মোঃ ইসলাম ও হানিফ মিয়ার দোকানে অাফ্রিকান কৃষ্ণাঙ্গরা ডাকাতি করতে গিয়ে গুলি চালালে অাহত হন হানিফ মিয়া ও কর্মচারী অাব্দুর রহমান সায়মন(২০)।
পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অাজ শনিবার (২৭এপ্রিল) চিকিৎসাদিন অবস্থায় মারাযান অাব্দুর রহমান সায়মন(২০)।
নিহত সায়মন (২০) নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।
সায়মনের অত্মীয় পরিচয়ে মোঃ বেলাল হোসেন এই প্রতিবেদককে জানান, সায়মন ৫মাস পূর্বে দক্ষিণ অাফ্রিকায় আসেন। অল্প বয়সী এ ছেলেটি সদা হাস্যজ্ব্যল ও মিষ্টভাষী ছিল বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছর এপর্যন্ত দক্ষিণ অাফ্রিকাতে বিভিন্ন হামলায় এ পর্যন্ত ৩৫জন বাংলাদেশী রেমিট্যান্স যুদ্ধা নিহত হয়েছেন। ভারী হয়ে উঠেছে বাংলাদেশের অাকাশ-বাতাস, অার্তনাদ অার চিৎকারে জ্বলছে স্বজনরা।