উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ১২২টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যার মধ্যে মর্যাদাপূর্ণ সিলেটের দক্ষিন সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন মো: আবু জাহিদ ।আর এ উপজেলায় বর্তমান নির্বাচিত চেয়ারম্যান , জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হেভিয়েট প্রার্থী আবু জাহিদের উপরই আস্থা রেখেছে দলটির হাই কমাণ্ড।তাই নৌকা প্রতীক নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দক্ষিন সুরমা উপজেলাসহ সিলেটের ১২টি উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ৭ ফেব্রুয়ারি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে ১৮ মার্চ। একইদিনে সিলেট জেলার ১২টি উপজেলা এবং মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে।
তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।
এই ধাপে পাঁচটি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোট হবে বলে উল্লেখ করেন সচিব।