দিনে দিনে মাস পেরিয়েছে
বছর হল গত
কমলো আয়ু বেড়ে গেল
চিন্তা অবিরত।
বেঁচে থাকার এমন বছর
আর পাবো না ফিরে
দুঃখ ব্যথা হাসি কান্না
যদিও রয় ঘিরে।
সফলতা ব্যর্থতার রেশ
এই জীবনের সাথে
হয় নি কামাই পরকালের
মিথ্যে অজুহাতে।
চাওয়া পাওয়ার হিসেব কষে
হয়নি মনের মত
শোকরিয়া’টা বেঁচে আছি
হোক না মনে ক্ষত।
নতুন বছর আসুক মাঝে
আশার আলো হয়ে
জীবন থেকে হতাশা যাক
চিরতরে ক্ষয়ে।
হাসু কবির
দিনে দিনে মাস পেরিয়েছে
বছর হল গত
কমলো আয়ু বেড়ে গেল
চিন্তা অবিরত।
বেঁচে থাকার এমন বছর
আর পাবো না ফিরে
দুঃখ ব্যথা হাসি কান্না
যদিও রয় ঘিরে।
সফলতা ব্যর্থতার রেশ
এই জীবনের সাথে
হয় নি কামাই পরকালের
মিথ্যে অজুহাতে।
চাওয়া পাওয়ার হিসেব কষে
হয়নি মনের মত
শোকরিয়া’টা বেঁচে আছি
হোক না মনে ক্ষত।
নতুন বছর আসুক মাঝে
আশার আলো হয়ে
জীবন থেকে হতাশা যাক
চিরতরে ক্ষয়ে।