ডেস্ক রিপোর্ট – করোনা ভাইরাস টালমাটাল বিশ্ব। বয়স্ক,তরুন তরুনী থেকে নিয়ে শিশু কেউ ই এখন আর নিরাপদ না এমনটা ই দাবী করছেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান।পাকিস্তানের চিত্র বাংলাদেশের চেয়ে খারাপ এই ভয়াবহ করোনায়।সে দেশের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে,সেখানকার শিশুরাও ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি পাকিস্তানের পিটিভি নিউজ এক টক শো’ তে পাকিস্তানের বিশিষ্ট আইনজীবী “ফাতেমা শাহিন ‘ ক্ষোভ প্রকাশ করে বলেন এই দুরসময়ে নোবেলজয়ী মালালা কোথায়?শিশুদের সচেতনতা ও পাশে থেকে কাজ করা দেখতে মালালা’র উচিৎ বাংলাদেশের তরুন আরিফের কাজগুলো দেখা। এইসময় তিনি নোবেলজয়ী হওয়ার পর মালালা’র বর্তমান নিরবতা ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেন।পাকিস্তানের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফাতেমা শাহীন ‘ বলেন, বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্য সহ বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আরিফ। অবশ্য ই তার এই কাজগুলো সেখানকার বাংলাদেশের শিশুদের অনুপ্রেরণা ও সাহস যোগাচ্ছে বলে মনে করেন পাকিস্তানের জনপ্রিয় এই আইনজীবী।পাকিস্তানের এই বিশিষ্ট আইনজীবী তার মন্তব্যে আরও বলেন,শিশু মুখপাত্র হয়ে কিভাবে দাবী আদায় করতে হয় তাও শিশু নিয়ে কাজ করতে আসা পাকিস্তানের তরুন তরুনীদের শিক্ষা নেওয়া উচিৎ।উপস্থাপক ওমর খালিদের এক প্রশ্নে ‘ফাতেমা শাহীন ‘ উদ্বেগ জানিয়ে বলেন,অবশ্য ই পাকিস্তানের শিশুরা অবহেলিত বিশেষ করে ভারতের কাছাকাছি অবস্থানরত বর্ডার থাকা বেশীরভাগ শিশু ই এখন করোনা ঝুঁকিতে আছে। কারণ! এইগুলো নিয়ে পাকিস্তান সরকারের কাছে কথা বলার কেউ নেই।উল্লেখ্য,পিটিভি নিউজ পাকিস্তানের জনপ্রিয় ও প্রভাবশালী একটি গণমাধ্যম।
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ