স্টাফ রিপোর্টারঃ
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেলো প্রথম বাউল উৎসব। শেকড়ের সন্ধানে ফ্রান্স সংগঠনের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হলো প্যারিসের পন্তার গীর্জার হলে।
- বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলো। অস্বাভাবিক বিলম্ব এবং অনুষ্ঠানমালায় অগোছালো বিষয়টি থাকলেও শিল্পীদের সংগীত পরিবেশনায় এই দুর্বলতা ঢাকা পড়ে যায়। আয়োজকগণ অবশ্য এজন্য দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের এটি প্রথম আয়োজন, ফলে এই সীমাবদ্ধতা উপস্থিত সকলেই মেনে নিয়েছে। তবে এ ধরনের আয়োজনের জন্য উপস্থিত শ্রোতাদের বাহবা কুড়িয়েছে।
মনসুর এবং রুমানা মনসুর এর উপস্থাপনায় সংগীতানুষ্ঠানের সূচনা করে ক্ষুদে শিল্পী শ্রেষ্ঠা নন্দী। এরপরে একে একে পার্থিব রাজ, প্রিয়ন্তী পাল, রিদয় আহমেদ, প্যারিসের ‘বারী সিদ্দিকী’ খ্যাত রিদয় আহমেদ, মীনাক্ষী দে, আফজাল হোসেন, মিষ্টি বিশ্বাস, মরিয়ম বেগম সুরমা, লন্ডনপ্রবাসী সুমন শরীফ এবং হাসি রানী গান পরিবেশন করেন। শিল্পীদের প্রত্যেকেই কিংবদন্তি বাউল শিল্পী শাহ আব্দুল করিম এর জনপ্রিয় সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে রাখে।