লন্ডন প্রতিনিধি।। গত রবিবার পূর্ব লন্ডনের শা কমিউনিটি সেন্টারে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর বিশেষ সাধারণ সভা সংগঠনের সভাপতি রবিন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু’র পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক ট্রাস্টিবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত ট্রাস্টিবৃন্দ তাঁদের বক্তব্যে মূল্যবান পরামর্শ ও মতামত তুলে ধরে নতুন কার্যকরি কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাঁরা বলেন – বিলেতে বাঙ্গালিদের সর্ববৃহৎ ও প্রাচীনতম এ সংগঠন প্রায় তিন দশক ধরে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার শিক্ষার কল্যাণে কাজ করে আসছে, এ ধারা অব্যাহত রেখে সংগঠনের আগামী দিনের কর্মকান্ড আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে ট্রাস্টিবৃন্দকে এগিয়ে আসতে হবে।
বিশেষ এ সাধারণ সভায় বক্তব্য রাখেন, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি নেসার আলী সমছু, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন, সমিতি ও ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া, আলহাজ্ব খালিছ মিয়া, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মাসুদ আহমদ, ট্রাস্টের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সায়েস্তা, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, ট্রাস্টের ট্রেজারার মোঃ আনসার মিয়া, সাবেক ট্রেজারার আবুল কাহার লিটন, সাবেক ট্রেজারার তোফায়েল আহমদ তোফা, শামসুল আবেদিন নেসার, আব্দুর রব মল্লিক, তাজির উদ্দিন মান্নান, আলহাজ ছুফি মিয়া, বাতিরুল হক সরদার, জামাল আহমদ খান, মশাহিদ আলী, এম এ কুদ্দুস, মহিদুর রহমান লাল, সাজ্জাদ মিয়া, ফয়জুর রহমান ফয়েজ, বদরুজ্জামান চৌধুরী, সাদ চৌধুরী, মুহিবুর রহমান কয়ছর, মশহুদ আলী প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফারুক আহমদ, আজাদুর রহমান আজাদ, শাহ বেলাল, ট্রাস্টের বর্তমান কমিটির সহ সভাপতি আনসার মিয়া, সহ সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন, মেম্বারশীপ সেক্রেটারি বাহার উদ্দিন, ইসি মেম্বার মতিউর রহমান,ইসি মেম্বার দবির মিয়া, ইসি মেম্বার বাবলা আহমেদ লেবু, ইসি মেম্বার আতিকুর রহমান, ফয়জুল ইসলাম, আশিক আলী, আনছার আলী, আব্দুস শহিদ, মোঃ নুরুজ্জামান, আব্দুল হাশিম, সাহেল তপাদার, নজরুল ইসলাম, শেখ বাহা উদ্দিন, ছুরুক মিয়া প্রমুখ।