এমনিতেই রোজা রেখে ক্রিকেট খেলা অনেক কষ্টসাধ্য। এর উপর বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। প্রতিপক্ষও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। বাড়তি এই চাপেও রোজা ভাঙেননি বাংলাদেশ দলের তিন ক্রিকেটার। রোজা রেখেই তারা মাঠে নামেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন তারা। ম্যাচে অসাধারণ নৈপুন্যও দেখিয়েছেন তারা।
রোজা রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা টাইগাররা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয় রোজায়। ওই ম্যাচেও মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম রোজা রেখে খেলেছিলেন। বিশ্বকাপের আগে অনুশীলনেও তারা রোজা ছিলেন।
এবার মাহমুদউল্লাহ ও মুশফিকের সাথে মিরাজও রোজা রেখে খেলতে নামেন। ম্যাচে তিনজনই ভালো পারফরমেন্স করেন।
মুশফিক তো ১৪২ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের মূল কাজটিই করে দিয়ে গেছেন সাকিব আল হাসানের সঙ্গে। শুধু তাই নয়, ৭৮ রানের সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন মুশফিক।
মাহমুদউল্লাহ রিয়াদ শেষ মুহূর্তে অসাধারণ ব্যাট করলেন। ৩৩ বলে করেছেন অপরাজিত ৪৬ রান। তার এই ঝড়ো ইনিংসেই বাংলাদেশের রান গিয়ে ঠেকে ৩৩০-এ।
আর বোলিংয়ে নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মর্তুজা নিজেই জানালেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রেখে খেলার কথা। শুধু তাই নয়, বিশেষ ধন্যবাদও তিনি জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে।