মেহেনাস তাব্বাসুম শেলি রোম প্রতিনিধিঃ সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ।তিনি পবিত্র রমজানের তাৎপর্য প্রবাসীদের কাছে ছড়িয়ে দিতে ইউরোপ প্রবাসী দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান।
যুক্তরাজ্যের লন্ডন সফররত সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর উপলক্ষে এম নজরুল ইসলাম গত ১লা মে সেখানে গমন করেন ।আগামী ১৪ মে তার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ফেরার কথা রয়েছে ।
ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে আয়োজিত ঐ সংবর্ধনা
সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উল্লাহ।ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সন্চালনায় এতে উপস্থিত ছিলেন, ইউকে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, অধ্যাপক আবুল হাশেম, আনোরুজ্জামান চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, মোহসীন সিকদার, ইকবাল হোসেন, অহিদুল ইসলাম আলম,আব্দুল হাই,মজিবুর রহমান সরকার, পান্না,নাসির,শাহনাজ সুমী, ইয়াসিন আক্তার রোজীসহ আরও অনেকে।
এম নজরুল ইসলাম অবিলম্বে ইউরোপের বিভিন্ন দেশে দলের কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এই নির্দেশ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।এই সংবর্ধনা সভায় ইউরোপের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহণ করেন ।