মোঃমামুনুর রশীদ- ৬ মে ২০১৮ইং শহীদ আহসান উল্লাহ্ মাস্টার ম্মৃতি পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আহসান উল্লাহ্ মাস্টর এমপির ১৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থানীয় সরকার নির্বাচন ও জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক আলোচনা ও ম্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বগত বক্তব্য মুল প্রবন্ধ উপস্থাপক:ওপরিচলনা করেন আতাউর রহমান সম্পাদক,শহীদ আহসান উল্লাহ্ মাস্টার ম্মৃতি পরিষদ! সভায় সভাপতিত্ব করেন:এডভোকেট আব্দুল বাতেন সভাপতি শহীদ আহসান উল্লাহ্ মাস্টার ম্মৃতি পরিষদ! সভায় প্রধান অতিথিঃএডভোকেট কামরুল ইসলাম মাননীয় খাদ্য মন্ত্রী ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার! বিশেষ অতিথি:কাজী মোজাম্মেল হক সাবেক এম,পি বিশেষ অতিথি:মোঃ ওমর ফারুক মহাসচিব, বি এফইউজে আলোচকবৃন্দঃফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক,জাতীয় প্রেসক্লাব এ্যাড ফরিদা ইয়াসমিন রুমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট!তাঁর আলোচনায় বলেন, “তার মতো মানুষের মৃর্তু হয় নায়,সে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে”। ড.মমতাজ উদ্দিন মেহেদী সাবেক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি! স্বপন কুমার সাহা সাবেক সম্পাদক জাতীয় প্রেসক্লাব! স্বগত বক্তব্য মুল প্রবন্ধ উপস্থাপক: আতাউর রহমান সম্পাদক,শহীদ আহসান উল্লাহ্ মাস্টার ম্মৃতি পরিষদ! প্রমুখ! সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার নির্বাচিত হয়ে জনসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের মাঝে নিশিদিন। শহীদ আহসান উল্লাহ্ মাস্টারের বাবা শাহ সূফি পীর সাহেব আব্দুল কাদের পাঠান ইতোমধ্যে প্রয়াত হয়েছেন।বৃদ্ধ মাতা বেগম রোসমেতুননেসা কবরের পাশে বসে গত ১৪টি বছর যাবত মামলার ফাঁসির রায় কার্ষকার দেখতে চোখের জলে বুক ভাসায়। দেশবাসী অবিলম্বে মামলার রায়ের কার্ষকারিতা দ্রুত বাস্তুবায়ন চায়।
সর্বশেষ সংবাদ