লন্ডন প্রতিনিধি-‘কবিতায় মুক্তিযুদ্ধ’ শিরনামে আলোচনা এবং কবিতা ও ছড়া পাঠের মাধ্যমে উদযাপিত হলো বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস । ২৬ মার্চ সন্ধ্যা ৬টার সময় পূর্বলন্ডনের ৩০৩ কমার্শিয়াল রোডে সংগঠনের সভাপতি লেখক ফারুক আহমেদের সভাপতিত্বে ‘কবিতায় মুক্তিযুদ্ধ’ নিয়ে আলোচনায় অংশ নেন কবি হামিদ মোহাম্মদ, কবি মিলটন রহমান । মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন কবি গোলাম কবির । অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ময়নুর রহমান বাবুল, দিলু নাসের, তুহিন চৌধুরী,সুফিয়া নুরুজ, নজরুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, কামরুল বশির , ইকবাল বাল্মিকী, উদয় শংকর দুর্জয় , এম মোসাইদ খান, এ একে এম আব্দুল্লাহ, আনিমদিন জাকারিয়া, সুমি ইসলাম, শামিম আহমেদ, মোহাম্মদ মুহিদ প্রমুখ । মুক্তিযুদ্ধের কবিতা আবৃতি করেন বিশিষ্ট বাচিক-শিল্পী স্মৃতি আজাদ । সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুলের পকিচালনায় অনুষ্ঠানে শেষ পর্বে ছড়া পাঠ করেন বিশিষ্ট ছড়াকার শাহাদাত করিম ।
সর্বশেষ সংবাদ