ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অখন্ড বাংলাদেশ আন্দোলনের প্রধান হাসনাত আরিয়ান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণ ফ্রান্সে বিশ্ব স্বজন ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উদযাপন বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে প্যারিস বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল সীমান্ত হত্যা বন্ধে লণ্ডনে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত ফ্রান্সে গহরপুরবাসীর প্রথম সামাজিক সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’-এর আত্মপ্রকাশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা স্রোতে’র আয়োজনে বিজয়ের কবিতাপাঠ

সাউথ ইস্ট ইংল্যান্ডের তিন মসজিদে ইসলাম বিদ্বেষী চিঠি

  • আপডেট সময় ১০:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

দক্ষিন-পূর্ব  ইংল্যান্ডের কেন্ট কাউন্টি কাউন্সিলের তিনটি মসজিদে অজ্ঞাত ঠিকানা থেকে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী চিঠি প্রেরণ করা হয়েছে। এর মধ্যে দুটি চিঠিতে সন্দেহভাজন জীবননাশি পাউডার রয়েছে বলে দাবী করা হয়। সন্দেহভাজন চিঠি খোলার পর মসজিদের ঈমাম অসুস্থ্য হয়ে পড়েন বলে অভিযোগ করেছে ক্যান্টারবারী মসজিদ কর্তৃপক্ষ। এই অভিযোগের ফলে আপাতত মসজিদটি বন্ধ রেখে তদন্ত কাজ চালাচ্ছে পুলিশ। পাউডার যুক্ত চিঠি পেয়েছে মেডইস্টোন মসজিদও। তবে গ্রেইভসেন্ড মসজিদের চিঠিতে পাউডার  নেই। তিনটি চিঠির বিষয়ে আলাদা আলাদা তদন্ত করছে স্থানীয় পুলিশ।

কেন্ট পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন চিঠির বিষয়ে ক্যান্টারবারী মসজিদ থেকে পুলিশে রিপোর্ট করা হয়। পুলিশ মসজিদটি সাময়িক বন্ধ রেখেছে এবং চতুর্দিকে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।  একই ধরনের পাউডার সংযুক্ত চিঠি পাঠানো হয়েছে মেইডস্টোন মসজিদেও। অন্যদিকে কেন্টের গ্রেইভসেন্ড মসজিদ কর্ত্পক্ষ আরেকটি চিঠি পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে তাতে পাউডার নেই।

এদিকে ক্যান্টারবারী মসজিদ থেকে অভিযোগ করে বলা হয়েছে, চিঠি খোলার সঙ্গে সঙ্গে ঈমাম ইহসান খান অসুস্থ্য হয়ে পরেন।

তার শরীরজুরে চুলকানী শুরু হয়ে যায়। যদিও পুলিশের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর ২টার দিকে ক্যান্টারবারী ‍মুসলিম কমিউনিটি ইংল্যান্ডের ফেইসবুক পেইজে চিঠিটি ছাপানো হয়।

ক্যান্টারবারী মারকাজ মসজিদের পক্ষ থেকে মনে করা হচ্ছে ‘পানিশ এ মুসলিম ডে’ ক্যাম্পেইনের সঙ্গে এই চিঠির যুগসূত্র রয়েছে।

উল্লেখ্য গত ৩ এপ্রিল গ্রেটাল লন্ডনসহ ইউকের বিভিন্ন মসজিদে ‘পানিশ এ মুসলিম ডে’ পালনের নামে ইসলাম ও মুসলিম বিদ্বেষী চিঠি প্রেরণ করা হয়। বৃটিশ পার্লামেন্টের কয়েকজন মুসলিম এমপিও এ ধরনের চিঠি পান। অজ্ঞাত স্থান থেকে এসব চিঠি প্রেরণ করে বিভিন্নভাবে ইউকের মুসলিম কমিউনিটির মানুষকে হয়রানীর হুমকি দেওয়া হয়েছিল।

সূত্র ব্রিট বাংলা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউথ ইস্ট ইংল্যান্ডের তিন মসজিদে ইসলাম বিদ্বেষী চিঠি

আপডেট সময় ১০:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮

দক্ষিন-পূর্ব  ইংল্যান্ডের কেন্ট কাউন্টি কাউন্সিলের তিনটি মসজিদে অজ্ঞাত ঠিকানা থেকে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী চিঠি প্রেরণ করা হয়েছে। এর মধ্যে দুটি চিঠিতে সন্দেহভাজন জীবননাশি পাউডার রয়েছে বলে দাবী করা হয়। সন্দেহভাজন চিঠি খোলার পর মসজিদের ঈমাম অসুস্থ্য হয়ে পড়েন বলে অভিযোগ করেছে ক্যান্টারবারী মসজিদ কর্তৃপক্ষ। এই অভিযোগের ফলে আপাতত মসজিদটি বন্ধ রেখে তদন্ত কাজ চালাচ্ছে পুলিশ। পাউডার যুক্ত চিঠি পেয়েছে মেডইস্টোন মসজিদও। তবে গ্রেইভসেন্ড মসজিদের চিঠিতে পাউডার  নেই। তিনটি চিঠির বিষয়ে আলাদা আলাদা তদন্ত করছে স্থানীয় পুলিশ।

কেন্ট পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন চিঠির বিষয়ে ক্যান্টারবারী মসজিদ থেকে পুলিশে রিপোর্ট করা হয়। পুলিশ মসজিদটি সাময়িক বন্ধ রেখেছে এবং চতুর্দিকে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।  একই ধরনের পাউডার সংযুক্ত চিঠি পাঠানো হয়েছে মেইডস্টোন মসজিদেও। অন্যদিকে কেন্টের গ্রেইভসেন্ড মসজিদ কর্ত্পক্ষ আরেকটি চিঠি পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে তাতে পাউডার নেই।

এদিকে ক্যান্টারবারী মসজিদ থেকে অভিযোগ করে বলা হয়েছে, চিঠি খোলার সঙ্গে সঙ্গে ঈমাম ইহসান খান অসুস্থ্য হয়ে পরেন।

তার শরীরজুরে চুলকানী শুরু হয়ে যায়। যদিও পুলিশের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর ২টার দিকে ক্যান্টারবারী ‍মুসলিম কমিউনিটি ইংল্যান্ডের ফেইসবুক পেইজে চিঠিটি ছাপানো হয়।

ক্যান্টারবারী মারকাজ মসজিদের পক্ষ থেকে মনে করা হচ্ছে ‘পানিশ এ মুসলিম ডে’ ক্যাম্পেইনের সঙ্গে এই চিঠির যুগসূত্র রয়েছে।

উল্লেখ্য গত ৩ এপ্রিল গ্রেটাল লন্ডনসহ ইউকের বিভিন্ন মসজিদে ‘পানিশ এ মুসলিম ডে’ পালনের নামে ইসলাম ও মুসলিম বিদ্বেষী চিঠি প্রেরণ করা হয়। বৃটিশ পার্লামেন্টের কয়েকজন মুসলিম এমপিও এ ধরনের চিঠি পান। অজ্ঞাত স্থান থেকে এসব চিঠি প্রেরণ করে বিভিন্নভাবে ইউকের মুসলিম কমিউনিটির মানুষকে হয়রানীর হুমকি দেওয়া হয়েছিল।

সূত্র ব্রিট বাংলা