সোমবার সবশেষ পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বিষয়টি জানিয়েছে যৌথভাবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।
বিষয়টি একইসঙ্গে সাফল্য এবং হতাশার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কারণ ফাইজার ও মডার্নার টিকা ৯৫ শতাংশ পর্যন্ত নিরাপদ বলে দাবি করা হয়েছে।
যদিও, অন্যদের তুলনায় অক্সফোর্ডের টিকার দাম কম পড়বে এবং এটি সংরক্ষণ করা সহজ হবে বলে দাবি করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহজে পৌঁছানো যাবে টিকাটি।
আর অক্সফোর্ডের টিকা নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে মহামারি করোনা থেকে বিশ্ববাসীর জীবন বাঁচাতে দ্রুতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।