এসএম হেলাল : বালাগঞ্জে ঐতিহ্যবাহী ‘গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ’র উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে স্থানীয় মোরারবাজারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি
আব্দুল মুহাইমিন। পরিষদের সাধারণ সম্পাদক ফায়েজুস সালেহীন রিফাত এবং সহধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল হাফিজ মিসবাহ’র
পরিচালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন ইউনিভার্স্যাল কলেজ সিলেটের কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম ও জামিয়া গহরপুর সিলেটের শিক্ষক মুফতি আব্দুর রহিম।
অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন গহরপুর ছাত্রকল্যান
পরিষদের উপদেষ্টা
দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ কুতুব উদ্দিন, আশরারুর রহমান আসরার, হাজী আব্দুল জলিল, ডা. নাসির উদ্দিন অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড সিলেট শাখার ডিস্ট্রিবিউটর মো. শিহাবুল হক, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, বালাগঞ্জ বড় ভাঙ্গা কনট্রাকশন এন্ড সেন্টারিং হাউজের পরিচালক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.।জিল্লুর রহমান জিলু, বর্তমান সহসভাপতি শাহ মো. হেলাল, নির্বাহী সদস্য এমএ কাদির, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের
গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি আব্দুল বাছিত, কামরান হোসাইন, সহসাধারণ সম্পাদক মাসুদুল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সামছি রাহিম, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শিমুল, কাওছার আহমদ, অর্থ সম্পাদক রিপন আহমদ, প্রচার সম্পাদক রাহাত উদ্দিন, সহপ্রচার সম্পাদক আবুল হোসেন মারজান, সহদপ্তর সম্পাদক এবাদুর রহমান শাহগুল, পাঠাগার সম্পাদক তুহেল এহসান, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল আহমদ নাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সহধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল হাফিজ মিসবাহ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ, সহসাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম নাজু, সমাজকল্যণ সম্পাদক হাবিবুর রহমান চুনু, প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুন আহমদ, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জামি, কার্যনির্বাহী সদস্য, রাহাত হোসাইন, শাহরিয়ার আহমদ শাফি, মুহাম্মদ তারেক হোসেন, আবু বকর রুম্মান ও হাসান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ১শ৫০জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট এবং ৩শ জনকে সংগঠনের নাম লেখা বিশেষ ধরনের কলম প্রদান করা হয়।