এসএম হেলাল : সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে শাহ আকিবুন নূর চৌধুরী স্মৃতি বৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক, স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরীর ছোটভাই অষ্ট্রেলিয়া প্রবাসী প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরী স্মরণে এই বৃত্তিপ্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার ( ১৭ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তরুন ব্যাংকার, অস্ট্রেলিয়া প্রবাসী ও প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর একমাত্র পুত্র শাহ আলিফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবীন সংগঠক স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরী।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. খলিলুর রহমান। প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক রিপন বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে- উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক জেসমিন বেগম, গভর্ণিং বডির সদস্য মো. বাবরু মিয়া মেম্বার, আব্দুল হাকিম লাভলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল, অভিভাবক রকিব মিয়া, বৃত্তিপ্রবর্তক পরিবারের সদস্য দূর্জয় চৌধুরীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-
৬ষ্ট শ্রেণির সানজিদা জামিলা তানিশা ও ফারদিন আহমদ তানভীর, ৭ম শ্রেণির তাসলিমা আক্তার সানিয়া ও তাহসিম আহমদ, ৮ম শ্রেণির আমরিন বেগম ও জাকের আহমদ, ৯ম শ্রেণির তাহমিম জান্নাত তামিমা ও তামিম আহমদ, ১০ম শ্রেণির নওরিন নাহার চৌধুরী ও মাহবুবুর রহমান সায়েম।
বিশেষ অতিথি’র বক্তৃতায় শিক্ষানুরাগী শাহনূর চৌধুরী
বৃত্তিপ্রাপ্তদের প্রতি ধন্যবাদ জানিয়ে, উপস্থিত শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হওয়ার উৎসাহ অনুপ্রেরণা প্রদান করেন। এবং ১০জন শিক্ষার্থী পরিবর্তে আগামী বছর থেকে ২০জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দেন।