ইউকে প্রতিনিধি-যুক্তরাজ্যের নরউইচস্থ ইউনিভার্সিটি ওয়ার্ডের নির্বাচনে কনজারভেটি পার্টি থেকে নরউইচ সিটির কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন লন্ডন প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর মীরবাড়ির কৃতি সন্তান ও সিলেটের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ জুলকারনাইন আহমদ জুম্মা।
তিনি এ পদে মনোনয়ন পাওয়ায় ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে উৎসব আমেজ বিরাজ করছে। বিশেষ করে দক্ষিন সুরমা তথা বৃহত্তর সিলেটের প্রবাসীদের কাছে তার এ মনোনয়ন পাওয়া অন্যরকম আনন্দ বয়ে এনেছে। মনোনয়ন পাওয়ায় জুম্মার নিজ এলাকা ধরাধরপুরসহ পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আগামী মে মাসে অনুষ্ঠেয় ইউনিভার্সিটি ওয়ার্ডের নির্বাচনে কনজারভেটি পার্টি থেকে শ্বেতাঙ্গ অধ্যুষিত নরউইচ সিটিতে সরকার দলীয় প্রার্থী হিসাবে তিনি ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। সৈয়দ জুলকারনাইন আহমদ জুম্মা ধরাধরপুরের বাসিন্দা জনাব মরহুম সৈয়দ আলী আহমদ মঞ্জুর সাহেবের ছেলে।
শুক্রবার এক প্রতিক্রিয়ায় সৈয়দ জুলকারনাইন জুম্মা বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। কাউন্সিলর নির্বাচিত হলে ব্রিটেনের বাঙালি কমিউনিটির জন্য পাশাপাশি দক্ষিণ সুরমা তথা বৃহত্তর সিলেটবাসীর নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ্। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।