এসএম হেলাল ; বালাগঞ্জের ঐতিহ্যবাহী হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল আগামী ৫ জানুয়ারি ২০২৫ ইং অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের ৩৩তম বার্ষিক দিবারাত্রির এই মাহফিলে- বয়ান পেশ করবেন-
হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী-ঢাকা, শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান (কলুমা হুজুর), হযরত মুফতি রাফি বিন মুনির ঢাকা, হযরত আল্লামা মুফতি আব্দুল্লাহ প্রধান মুফতি জামিয়া গহরপুর, হযরত মাওলানা মো. কলমদর আলী শাহবাজপুর, হযরত মুফতি হাফিজ সালেহ আহমদ মক্কী মুহাদ্দিস জামিয়া গহরপুর, হযরত মাওলানা আজিজুর রহমান আনছারী গোলাপগঞ্জ, হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ দয়ামীর, হযরত হাফিজ মাওলানা মারুফ বিল্লাহ জকিগঞ্জসহ বরেন্য ওলামায়ে কেরামগন।
উক্ত বার্ষিক মাহফিলে আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন- মোহাম্মদ এমরানুর রহমান ইমরান
আহ্বায়ক- মাহফিল পরিচালনা কমিটি ও সহসভাপতি হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসা কমিটি, জামালপুর, গহরপুর, সিলেট।