নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের পক্ষে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় সালমান খান (জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন) ভারতের শুভকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
শুক্রবার (২৭ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালের খেলোয়াড় কৃপেশ জামীর মুখোমুখি হবেন বাংলাদেশের সালমান খান।
সালমান খানের এই সাফল্যে সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি দোয়া কামনা করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম ও সম্পাদক মো. লিয়াকত হোসেন।
তিন সদস্যের লাল সবুজের শাটলার টিম ‘অন্নপূর্ণা মিডিয়া করপোরেট ইনভাইটেশনাল ইন্টারন্যাশনাল ব্যাডমিন্ট টুর্নামেন্ট’ এ অংশ নেয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, নেপালসহ চারটি দেশ অংশ নেয়। বাংলাদেশের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সালমানসহ পারভেজ ও প্রবাল এই টুর্নামেন্ট খেলছেন।
এই টুর্নামেন্ট বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করছেন সিলেটের কৃতি শাটলার শিব্বির আহমেদ। আর জাতীয় দলের তিন খেলোয়াড়ের দুজনই সিলেট জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।