ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের

সামাজিক সংগঠন বিসিএফ এর ইফতার মাহফিলে কমিউনিটির সকলস্তরের মানুষের অংশগ্রহন

  • আপডেট সময় ০৩:১৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

বিসিএফ কমিউনিটির সকল স্তরের প্রবাসীকে নিয়ে এগিয়ে যাবার জন্য সবসময় সচেষ্ট থাকে। চেষ্টা করা হয় সততা এবং দায়িত্বশীলতার অনুশীলন। কাজে স্বচ্ছতাও বিসিএফ এর অন্যতম বৈশিষ্ট্য। এই টুকরো টুকরো সৌন্দর্য চর্চার মাধ্যমে বিসিএফ সবসময় এগিয়ে যাবার চেষ্টা করে। এভাবেই বিসিএফ হয়ে ওঠে আস্থার প্লাটফর্ম।

শনিবার (১৫ এপ্রিল) প্যারিস লাগোয়া অভিবাসী অধ্যুষিত ক্যাথসোমা ওভারভিলিয়েহ পন্তা এলাকায় সদ্য গড়ে ওঠা ‘বটতলা’ রেস্টুরেন্টে ‘ইফতার মাহফিলে প্রবাসীদের উপস্থিতির ঢল নামে। কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবি, পরিবার আর তাদের সন্তানদের এক চমৎকার মিলনমেলা হয়ে ওঠে ইফতার মাহফিলটি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ছাপিয়ে সমবেত উপস্থিতির উৎসব হয়ে ওঠে ইফতার পর্বটি।

ইদানীং আয়োজিত ইফতার আয়োজনে সকলের স্বতস্ফুর্ত উপস্থিতি সকলের দৃষ্টি কেড়েছে। কী সাংবাদিক সংগঠন, কী সামাজিক কিম্বা আঞ্চলিক সংগঠন – যারাই আয়োজন করুন না কেন – বিপুল উপস্থিতি আমাদের রাজনৈতিক ভিন্নতা, সামাজিক, আঞ্চলিক বিভাজন সবকিছুকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রামাদানের এই শেষপ্রান্তে বিসিএফ এর আয়োজন সেই পর্যবেক্ষণকে প্রতিষ্ঠা করে। সামাজিক এবং ধর্মীয় আয়োজন জনে জনে, সংগঠনে সংগঠনে এবং রাজনৈতিক বিভক্তিরেখাকে সরু করায় ভূমিকা রাখে বৈ কী। ইফতার আয়োজনে অতিথিদের মাঝে কুশল বিনিময়, কোলাকুলি, ভাবের আদান প্রদান, কমিউনিটি কল্যাণ ভাবনার আদান-প্রদান সবকিছু যেন ‘বটতলা’র ভূগর্ভস্থ বাঙ্কারে বসেই পরিকল্পনার সুযোগ তৈরি করে দিচ্ছে।

বিসিএফ টীম সকাল থেকেই তৎপর ছিলো একটি ভাল আয়োজন করতে। সময় এবং স্থান সংকুলান বিবেচনায় সীমিত আকারে ইফতার আয়োজন করতে হয়। এই অতৃপ্তি আমাদের থেকেই যাচ্ছে। কেননা বিসিএফ তো সকলের, এটির আয়োজন এমন সীমিত করা সাজে না।

আমরা বরং সুযোগ নেবো ‘ঈদের দিন’ – ‘ঈদ ফেস্টিভ্যাল’, লা কর্নোভ পার্কে। সেখানেই দেখা হবে আমাদের সকলের সাথে সকলের। সেই পার্কে আমরা একটি ‘বাংলাদেশ’ তৈরি করবো। প্রবাসের ছকবাঁধা জীবন থেকে একটি দিন ছুটি নেবো। লা কর্নোভ পার্ক এর সবুজ মাঠে আমরা সেই দিনটি কমিউনিটির করে নেবো। ‘দেবো আর নেবো, মেলাবো মিলিবো’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

সামাজিক সংগঠন বিসিএফ এর ইফতার মাহফিলে কমিউনিটির সকলস্তরের মানুষের অংশগ্রহন

আপডেট সময় ০৩:১৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

বিসিএফ কমিউনিটির সকল স্তরের প্রবাসীকে নিয়ে এগিয়ে যাবার জন্য সবসময় সচেষ্ট থাকে। চেষ্টা করা হয় সততা এবং দায়িত্বশীলতার অনুশীলন। কাজে স্বচ্ছতাও বিসিএফ এর অন্যতম বৈশিষ্ট্য। এই টুকরো টুকরো সৌন্দর্য চর্চার মাধ্যমে বিসিএফ সবসময় এগিয়ে যাবার চেষ্টা করে। এভাবেই বিসিএফ হয়ে ওঠে আস্থার প্লাটফর্ম।

শনিবার (১৫ এপ্রিল) প্যারিস লাগোয়া অভিবাসী অধ্যুষিত ক্যাথসোমা ওভারভিলিয়েহ পন্তা এলাকায় সদ্য গড়ে ওঠা ‘বটতলা’ রেস্টুরেন্টে ‘ইফতার মাহফিলে প্রবাসীদের উপস্থিতির ঢল নামে। কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবি, পরিবার আর তাদের সন্তানদের এক চমৎকার মিলনমেলা হয়ে ওঠে ইফতার মাহফিলটি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ছাপিয়ে সমবেত উপস্থিতির উৎসব হয়ে ওঠে ইফতার পর্বটি।

ইদানীং আয়োজিত ইফতার আয়োজনে সকলের স্বতস্ফুর্ত উপস্থিতি সকলের দৃষ্টি কেড়েছে। কী সাংবাদিক সংগঠন, কী সামাজিক কিম্বা আঞ্চলিক সংগঠন – যারাই আয়োজন করুন না কেন – বিপুল উপস্থিতি আমাদের রাজনৈতিক ভিন্নতা, সামাজিক, আঞ্চলিক বিভাজন সবকিছুকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রামাদানের এই শেষপ্রান্তে বিসিএফ এর আয়োজন সেই পর্যবেক্ষণকে প্রতিষ্ঠা করে। সামাজিক এবং ধর্মীয় আয়োজন জনে জনে, সংগঠনে সংগঠনে এবং রাজনৈতিক বিভক্তিরেখাকে সরু করায় ভূমিকা রাখে বৈ কী। ইফতার আয়োজনে অতিথিদের মাঝে কুশল বিনিময়, কোলাকুলি, ভাবের আদান প্রদান, কমিউনিটি কল্যাণ ভাবনার আদান-প্রদান সবকিছু যেন ‘বটতলা’র ভূগর্ভস্থ বাঙ্কারে বসেই পরিকল্পনার সুযোগ তৈরি করে দিচ্ছে।

বিসিএফ টীম সকাল থেকেই তৎপর ছিলো একটি ভাল আয়োজন করতে। সময় এবং স্থান সংকুলান বিবেচনায় সীমিত আকারে ইফতার আয়োজন করতে হয়। এই অতৃপ্তি আমাদের থেকেই যাচ্ছে। কেননা বিসিএফ তো সকলের, এটির আয়োজন এমন সীমিত করা সাজে না।

আমরা বরং সুযোগ নেবো ‘ঈদের দিন’ – ‘ঈদ ফেস্টিভ্যাল’, লা কর্নোভ পার্কে। সেখানেই দেখা হবে আমাদের সকলের সাথে সকলের। সেই পার্কে আমরা একটি ‘বাংলাদেশ’ তৈরি করবো। প্রবাসের ছকবাঁধা জীবন থেকে একটি দিন ছুটি নেবো। লা কর্নোভ পার্ক এর সবুজ মাঠে আমরা সেই দিনটি কমিউনিটির করে নেবো। ‘দেবো আর নেবো, মেলাবো মিলিবো’।