ইপিএস ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী সভাপতিত্বে সঞ্চালনে আসেন কাউসার আহাম্মেদ ও চৌধুরী মারুফ অমিত।
সংগীত দিবসে উপর
বক্তব্য রাখেন, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব হাসনাত জাহান, ইপিএস কমিউনিটির উপদেষ্টা প্রদীপ কুমার বড়ুয়া টিপু, নিয়াজ উদ্দিন হিরা, বিডি মোবেল পরিচালক মিয়া মাসুদ, এ জেড ফার্নিচারের পরিচালক হেলাল আহাম্মেদ, আমার বাংলার পরিচালক শামিম আহাম্মেদ,
বাংলাদেশ ওমেন্স কমিউনিটির সভাপতি আয়েশা সুলতানা, অভিনয় শিল্পী মুজাম্মেল হুসেন সোয়েব, নিনা ( এলাচ), জুয়াকিম, তানভীর আহাম্মেদ, যুব নেতা কামরুল হাসান সেলিম,
ইপিএস কমিউনিটির সেক্রেটারি ইব্রাহিম হাসান ( নীল মানুষ) ইপিএস কমিউনিটি সহ-সভাপতি
জুয়েল ডি আর লেলিন,
এম রহমান সোহান, রনি রহমান, নাভা ক্রাফটের ওয়ালি উল্লাহ,
আরিফ খান রানা রাজ,
বুড়িচং এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আল আমিন, ইপিএস এক্সিকিউটিভ মেম্বার সাব্বির, কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাসান মাহমুদ দুলাল, সেক্রেটারি ইমন। সাংবাদিক বাদল পাল, সুবল আহাম্মেদ, রাসেল আহাম্মেদ, ফ্রেন্স উইথ রিফাতের পরিচালক রিফাত।
উপস্থিত দর্শকদের মাঝে গান করেন, অসমাপ্ত ব্যান্ডের গৌতম বিশ্বাস, সুমা দাস, সুবল দেবনাথ প্রান্ত,এস কে আল মাহমুদ সুমন, চয়ন বড়ুয়া, শর্মী মুৎসুদ্দি, কাকুলি, হাসেম, তবলায় প্লাসিড সিপন, নৃত্যশিল্পী ফাতেমা খান।
এই ইভেন্টের স্পনসর হিসেবে ছিলেন বিডি মোবল, আমার বাংলা, গ্রুপমো ফ্যামিলিয়াল, মতামত, বাংলাদেশ ওমেন্স কমিউনিটি, নাভা ক্রাফ্ট, অসমাপ্ত ব্যান্ড, এজেড ফার্নিচার।
অনুষ্ঠানে শেষ প্রান্তে সমবেত সংগীতে সবাই অংশগ্রহণ করেন।