দর্পণ রিপোর্ট :গত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ অভারবিলার একটি সুসজ্জিত কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ-বিয়ানীবাজার জাতীয়তাবাদী পরিবারের আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠান।
এই অনন্য আয়োজনের সংবর্ধিত অতিথি ছিলেন—সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, একজন সৎ, সাহসী ও ত্যাগী নেতা, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
নিজের বক্তব্যে তিনি দৃঢ়ভাবে বলেন—ষড়যন্ত্রকারীদের দ্বারা বিএনপির প্রাণপুরুষ শহীদ জিয়াউর রহমানকে অবমাননার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি সবাইকে আহ্বান জানান—এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া, সভা-সমাবেশসহ সর্বত্র প্রতিবাদ অব্যাহত রাখতে।
তিনি বলেন—২০০৭ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে যেভাবে আন্দোলন হয়েছে, প্রবাসেও প্রগতিশীল ও জাতীয়তাবাদী শক্তি একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ফ্রান্স বিএনপির বিশিষ্ট নেতা মোহাম্মদ আলতাফুর রহমান।
উপস্থাপনায় ছিলেন কবি রুবেল আহমেদ, শেখ ইমরান ও জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
এম এ তাহের (সাবেক সাধারণ সম্পাদক, ফ্রান্স বিএনপি)
সিরাজুর রহমান (সাবেক সহ-সভাপতি)
এইচ এম রহিম (সাবেক সহ-সভাপতি)
রুহুল আমিন আব্দুল্লাহ
মাহবুব আলম রাঙ্গা
এম এ রশিদ পাটোয়ারী
কবির হোসেন পাটোয়ারী (সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক)
ইলিয়াস কাজল
রেজাউল করিম (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক)
জুনেদ আহমদ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক)
সাইফুল ইসলাম (সাবেক অর্থ সম্পাদক)
এছাড়াও উপস্থিত ছিলেন:
ফ্রান্স বিএনপি নেতা
ইকবাল হুসাইন আলি
ফেরদৌস খাঁন- তুলুজ বিএনপি নেতা
আব্দুস সালাম (সাবেক সভাপতি, যুক্তরাজ্য জাসাস)
হাবিবুর রহমান (সাংস্কৃতিক সম্পাদক, ইউকে বিএনপি)
জাহাঙ্গীর আলম জনি (সহ সাধারণ সম্পাদক, ইউকে যুবদল)
তাসবির চৌধুরী শিমুল (সাধারণ সম্পাদক, ইউকে জাসাস)
কিবরিয়া ইসলাম
সিরাজুর রহমান সিরাজ
এনামুল হক চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, দিরাই উপজেলা ছাত্রদল)
দিব্য রায় (সাবেক আন্তর্জাতিক সম্পাদক, ফ্রান্স বিএনপি)
ফারুক আহমেদ (নেতা, ফ্রান্স বিএনপি)
যুবদল নেতা তারেক আহমেদ তাজ।
বক্তারা বলেন—গত ১৭ বছরে যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ব্যবসা করে এখন বিএনপির মনোনয়ন চাচ্ছেন, তাদের সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সজাগ রয়েছেন।
ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম, স্পেনসহ ইউরোপের নানা প্রান্ত থেকে আগত জাতীয়তাবাদী নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক জাতীয়তাবাদী মিলনমেলা।
বক্তব্যের শেষভাগে অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেন—
>“শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে, তারেক রহমানের নির্দেশনায়, জনগণের পক্ষে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে—দেশে ও প্রবাসে।”