মাহবুবুর রহমান, সুইজারল্যান্ড প্রতিনিধি :ফাস্ট গ্লোবাল এস এম ই সামিট অনুষ্ঠিত হলো সুইজারল্যান্ডে র দাভোসের ওয়াল্ড ইকোনমিক ফোরাম এর কংগ্রেস হলে।বিশ্বের ৫০ টি দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পদচারণয় আনন্দমুখর হয়ে উঠে সারা বিশ্বে পরিচিত এই শহর।বাংলাদেশ, ইন্ডিয়া,পাকিস্তান, সিংগাপুর, সুইজারল্যান্ড, আমেরিকা,ফ্রান্স,ইতালি,ঘানার শতাধিক সদস্য অংশ নেয় এই সামিটে। ৩/৪/৫ সেপ্টেম্বর চলবে এই সামিট অধিবেশন।
ছোট ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের GSBH গ্লোবাল এস এম ই বিজনেস হোম নামের প্লাটফর্ম গড়ে তোলেন বাংলাদেশী বংশদ্ভূত স্বনামধন্য ব্যবসায়ী জনাব আনিস খান,তিনি এই ব্যবসায়ী সংগঠন এর প্রেসিডেন্ট।এই সামিটের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী ছোট ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলিকে বিশ্ববাজারে পরিচিত ও প্রসারিত করতে প্রয়াস অব্যাহত রাখবেন।সকল ছোট ও মাঝারি আকারের ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলিকে তিনি তাদের মেম্বারশিপ গ্রহন করতে আহবান জানান।
রহমান মাহাবুবুর
সুইজারল্যান্ড জেনেভা।
সর্বশেষ সংবাদ
সুইজারল্যান্ডে ফাস্ট গ্লোবাল এস এম সামিট অনুষ্ঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ









