ইতালির মিলান থেকে প্রতিনিধি -ইতালির মিলানে সুনামগঞ্জ জেলার দিরাই সমাজ কল্যাণ সমিতির প্রধান আহ্বায়ক তার দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে দিরাই প্রবাসীর নিকট তার দায়িত্ব হস্তান্তর করলেন। শুক্রবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক জরুরি সভা ডেকে প্রধান আহ্বায়ক মো আরজু মিয়া সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত দিরাই প্রবাসীর নিকট সকল কাগজপত্র হস্তান্তর করেন। তিনি বলেন আমার দায়িত্ব কালে আমরা আহ্বায়ক বৃন্দ একটি কমিটি গঠন করি। কিন্তু অভিষেক অনুষ্ঠানে আহ্বায়কদের কমিটি পরিচিতি না করে পরিবর্তনশীল একটি কমিটি পরিচয় করিয়ে দেওয়া হয়। যা আহ্বায়করা অবগত ছিলেন না। তাই আহ্বায়কবৃন্দরা তাদের ঘোষিত কমিটি প্রচার না হওয়াতে ঘোষণাকৃত কমিটি কে বাতিল বলে ঘোষণা করেন এবং প্রধান আহ্বায়ক সহ অন্যান্য কয়েকজন আহ্বায়কের পরামর্শক্রমে তিনি এই দায়িত্ব থেকে অপারগতা ও অবমাননা স্বীকার করে সমিতির সকল দায়িত্ববার দিরাই প্রবাসীর নিকট প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান,হিফজুর রহমান,তুহিন খান,শিপলু চৌধুরী ,শামসুল বারী শামীম। উপস্থিত ছিলেন রিপন চৌধুরী,রুপু মিয়া,শাকিল মিয়া,জাবেদুর রহমান,সোহাগ খান,আবু আকঞ্জি,সাকির আহমেদ,তুফায়েল আহমেদ,কবির হোসেন রুপন ,টিপু সুলতান,জাহাঙ্গীর শাহ,তালুকদার এমডি জুনেদ,রাজীব আহমেদ,আল মাসুদ আহমেদ,জেহিন আহমেদ,নূর হোসেন জমির,শহিদুল ইসলাম খোকন,করিম উদ্দিন,সাদিকুর রহমান প্রমুখ। উপস্থিত দিরাই প্রবাসীরা আগামী সোমবার একটি সভা আহ্বান করেন এবং সেই সভায় নতুন কমিটি গঠনের জন্য আলোচনা করবেন বলে জানান।
সর্বশেষ সংবাদ