মিনহাজ হোসেন ইউরোপ বুরো প্রধানঃ ইতালীর ভেনিসে শুরু হলে ৫৮ তম চিএ প্রদর্শনী। বিশ্বের ৯০ টি দেশের মধ্যে বাংলাদেশ ও অংশ গ্রহন করেছেন প্রতি বছর এর ন্যায় এবার ও । গত ১০ ই মে সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ গ্যালারীর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী র ডিরেক্টর জেনারেল লিয়াকত আলী লাকী। সে সময় উপস্হিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মিলান কনসুলেট অফিসের কনসুলার জেনারেল ইকবাল আহমেদ , কনসাল সামসুল আহসান , ভেনিসে নিযুক্ত অরারিও কনসুলার এ্যাড : জানআলবেরতো স্কারপা বাসতেরি , চিএ শিল্পী মোখলেছুর রহমান , ভিভিয়ানা ভানুচ্চি , ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিএ শিল্পী বিশ্বজিত গোস্বামী, গাজী নাফিস আহমেদ , প্রেমা নাজিয়া আন্দালিব , স্ট্রিট আর্টিস্ট হিসেবে গিনেজ ওয়াল্ড বুকে স্হান করে নেয়া ডেনমার্ক প্রবাসী চিএ শিল্পী আর এ কাজল , ইতালী প্রবাসী চিএ শিল্পী উওম কুমার কর্মকার , হেয়দি ফসলি , ফ্রাঙ্কো মারক্কো , ডমেনিকো পাল্লেগ্রিনো ও সান্দ্র ভারায়ন্নোলো।
১৮৯৫ সাল হতে শুরু হওয়া বায়েনেল্লে আর্ট এক্সিভিশন ৫৮ তম তে পা রাখলো। প্রথম দিকে অল্প কয়েক টি দেশ অংশ নিলেও বাংলাদেশের শিল্পী রা ব্যক্তিগত ভাবেই হল ভাড়া করে আয়োজনে অংশ নিতো। বর্তমানে সরকারী ভাবে সাংস্কৃতিক মন্ত্রনালয় এর অনুমতিক্রমে অংশ গ্রহন করছে বাংলাদেশের চিএ শিল্পী রা। ইউরোপ , আমেরিকা , নরওয়ে , কানাডা, অস্ট্রেলিয়া জাপান সহ এ বছর ৯০ ( নব্বই ) টি দেশ অংশ নিয়েছে। যা চলবে চলতি বছরের নভেম্বর মাডের ২৪ তারিখ পর্যন্ত । উদ্ভোধনী অনুষ্ঠানে ‘ দলে দলে আসুন সবাই লাল সবুজের পতাকা উড়াই ‘ শ্লোগান নিয়ে দেশীয় সাজে অংশ নেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ । উক্ত চিএ কর্ম প্রদর্শনী তে বাংলাদেশী শিল্পী দের তোলা ছবি, বাশঁ , তেল ও জল রং এ আকা শিল্প কর্ম , । উদ্ভোধনী অনুষ্ঠানে প্রেমা নাজিয়া আন্দালিব এর করা চার দেয়ালে বদ্ধ নির্যাতিত নারীর করুন দৃশ্য অভিনয় সবার দৃষ্টি কারে।
সর্বশেষ সংবাদ
ইতালীর ভেনিসে ৬ মাস ব্যাপী চিএকর্ম প্রদর্শনী শুরু
Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u305720254/domains/francedorpan.com/public_html/wp-content/themes/newspaper-pro/template-parts/common/single_two.php on line 117
ট্যাগস :