ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জমকালো আয়োজনে সিলেটে “কালবেলা”র দ্বিতীয় প্রতিবার্ষিকী পালিত সামাজিক সংস্থা ‘সাফ’ এর নতুন কমিটি গঠন : নয়ন সভাপতি, আকাশ হেলাল সহসভাপতি, রুবেল সাধারন সম্পাদক পাথর ও মানুষ – শ্যামল বণিক অঞ্জন বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠিত ছাত্রদের স্যালুট, অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে- বিচারপতি নজরুল চৌধুরী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো‘অখন্ড বাংলাদেশ আন্দোলন’ সামাজিক সংগঠন ‘সাফ’ এর উদ্যোগে প্যারিসে ‘বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস ২০২৪’ পালন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব থেকে শাহাব উদ্দিন ও জিল্লুর রহমান জিলুকে বহিস্কার প্যারিসে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন সিলেট ফাইটার্স

কেতসীমায় আবারও সন্ত্রাসী আক্রমনের শিকার বাংলাদেশী তরুন

  • আপডেট সময় ০৯:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ১৭৮৯ বার পড়া হয়েছে

ইল দ্য ফ্রান্সের বিভিন্ন এলাকায় বাংলাদেশীদের উপর আরব-আফ্রিকা বংশদ্ভূত অভিবাসীদের হামলা কিছুতেই থামছে না। সর্বশেষ নিজ আবাসস্থল প্যারিসের পার্শ্ববর্তী ওভারভিলে পৌর এলাকার ক্যাতশোমায় ঔষধ কিনতে ফার্মেসীতে যাওয়ার পথে সন্ত্রাসী (আরব বংশোদ্ভুত) আক্রমনের শিকার হয়েছেন বাংলাদেশী মর্তুজা ফাহিম। তার বাড়ি বাংলাদেশের মুন্সী গঞ্জের শ্রীনগরে। হিংস্র নেকড়ের মতো মোরতুজা ফাহিম মাসুমের উপর ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা । উপর্যুপরি কিল ঘুসি ও ভারী বুটের লাথিতে রক্তাক্ত হয়ে পড়ে মাসুম। এসময় জীবন বাঁচাতে অসহায় মাসুম দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন, কারণ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়া আরবি ছেলে গুলো ইতিমধ্যে ডান পা ভেঁঙ্গে দিয়েছে।

মার খেয়ে পড়ে কাতরানো মাসুমকে দেখে আশেপাশের লোকজন জরুরি সেবা সার্ভিস পম্পিয়ারকে কল করেন। আঘাত গুরুতর দেখে পম্পিয়ার বাহিনী কল করে দ্রুত মেডিকেল সেবাদানকারী টিম সামুকে। ইতিমধ্যে পুলিশও নিধিরাম সর্দারের মত যথানিয়মে হাজির হয়েছে ঘটনাস্থলে। প্রাথমিক সেবা শেষে সামুর সিদ্ধান্ত অনুযায়ী মাসুমকে উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হসপিটাল দেলাফন্তেইনের জরুরী বিভাগে। সেখানে এমআরআই ও রেডিওলজির মাধ্যমে ডাক্তাররা নিশ্চিত হয় ভারী বুটের আঘাতে মাসুমের ডান উরুর হাড় ভেঙ্গে গেছে। অপারেশনের কোন বিকল্প নেই।

পরদিন ২৮ এপ্রিল সোমবার সকাল ৮টা৩০ মিনিটে ডাক্তার সার্জারি টাইম দিলেন। ঠিক সময়ে অপারেশন করে মোরতুজা ফাহিম মাসুমকে দেলাফন্তেইন হসপিটালের ১১০৩ নাম্বার কেবিনে রাখা হয়েছে। ফ্রান্সে এখনও আনডকুমেন্টেড মাসুম জানেন না আবার কবে তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন। হায়নার হামলার শিকার হয়ে মাসুমের স্বপ্নগুলো আজ হাসপাতালের কেবিনের চার দেয়ালে বন্দি।

হামলার শিকার মোরতুজা ফাহিম মাসুমের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উত্তর কামার গাঁও গ্রামে।

উল্লেখ্য ফ্রান্সের বিভিন্ন স্থানে বিশেষ করে ইল দো ফ্রঁস বিভাগের প্রতিটি জেলার প্রতিটি ভিলে প্রতিদিনই কোন না কোন জায়গায় বাংলাদেশীদের উপর আরবি কালো ছেলেরা হামলা চালাচ্ছে। কমিউনিটির সাধারণ বাংলাদেশীরা মনে করছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা না করলে এটি মহামারি আকার ধারণ করবে এবং একটা সময়ে বাংলাদেশীদের লেজ গুটিয়ে ঘরে বসে থাকা ছাড়া আর কোন উপায় থাকবে না।

সূত্র ইউরোবিডি ২৪ নিউজ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জমকালো আয়োজনে সিলেটে “কালবেলা”র দ্বিতীয় প্রতিবার্ষিকী পালিত

কেতসীমায় আবারও সন্ত্রাসী আক্রমনের শিকার বাংলাদেশী তরুন

আপডেট সময় ০৯:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯

ইল দ্য ফ্রান্সের বিভিন্ন এলাকায় বাংলাদেশীদের উপর আরব-আফ্রিকা বংশদ্ভূত অভিবাসীদের হামলা কিছুতেই থামছে না। সর্বশেষ নিজ আবাসস্থল প্যারিসের পার্শ্ববর্তী ওভারভিলে পৌর এলাকার ক্যাতশোমায় ঔষধ কিনতে ফার্মেসীতে যাওয়ার পথে সন্ত্রাসী (আরব বংশোদ্ভুত) আক্রমনের শিকার হয়েছেন বাংলাদেশী মর্তুজা ফাহিম। তার বাড়ি বাংলাদেশের মুন্সী গঞ্জের শ্রীনগরে। হিংস্র নেকড়ের মতো মোরতুজা ফাহিম মাসুমের উপর ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা । উপর্যুপরি কিল ঘুসি ও ভারী বুটের লাথিতে রক্তাক্ত হয়ে পড়ে মাসুম। এসময় জীবন বাঁচাতে অসহায় মাসুম দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন, কারণ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়া আরবি ছেলে গুলো ইতিমধ্যে ডান পা ভেঁঙ্গে দিয়েছে।

মার খেয়ে পড়ে কাতরানো মাসুমকে দেখে আশেপাশের লোকজন জরুরি সেবা সার্ভিস পম্পিয়ারকে কল করেন। আঘাত গুরুতর দেখে পম্পিয়ার বাহিনী কল করে দ্রুত মেডিকেল সেবাদানকারী টিম সামুকে। ইতিমধ্যে পুলিশও নিধিরাম সর্দারের মত যথানিয়মে হাজির হয়েছে ঘটনাস্থলে। প্রাথমিক সেবা শেষে সামুর সিদ্ধান্ত অনুযায়ী মাসুমকে উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হসপিটাল দেলাফন্তেইনের জরুরী বিভাগে। সেখানে এমআরআই ও রেডিওলজির মাধ্যমে ডাক্তাররা নিশ্চিত হয় ভারী বুটের আঘাতে মাসুমের ডান উরুর হাড় ভেঙ্গে গেছে। অপারেশনের কোন বিকল্প নেই।

পরদিন ২৮ এপ্রিল সোমবার সকাল ৮টা৩০ মিনিটে ডাক্তার সার্জারি টাইম দিলেন। ঠিক সময়ে অপারেশন করে মোরতুজা ফাহিম মাসুমকে দেলাফন্তেইন হসপিটালের ১১০৩ নাম্বার কেবিনে রাখা হয়েছে। ফ্রান্সে এখনও আনডকুমেন্টেড মাসুম জানেন না আবার কবে তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন। হায়নার হামলার শিকার হয়ে মাসুমের স্বপ্নগুলো আজ হাসপাতালের কেবিনের চার দেয়ালে বন্দি।

হামলার শিকার মোরতুজা ফাহিম মাসুমের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উত্তর কামার গাঁও গ্রামে।

উল্লেখ্য ফ্রান্সের বিভিন্ন স্থানে বিশেষ করে ইল দো ফ্রঁস বিভাগের প্রতিটি জেলার প্রতিটি ভিলে প্রতিদিনই কোন না কোন জায়গায় বাংলাদেশীদের উপর আরবি কালো ছেলেরা হামলা চালাচ্ছে। কমিউনিটির সাধারণ বাংলাদেশীরা মনে করছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা না করলে এটি মহামারি আকার ধারণ করবে এবং একটা সময়ে বাংলাদেশীদের লেজ গুটিয়ে ঘরে বসে থাকা ছাড়া আর কোন উপায় থাকবে না।

সূত্র ইউরোবিডি ২৪ নিউজ