স্টাফ রিপোর্টার :ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ যুবদল নেতা জিসাদ রহমান ও দেশ সার্ভিসের পরিচালক শাহজাহান আহমদের যৌথ মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘এমআরএস বারবার’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে প্যারিসের সন্নিকটে বাংলাদেশি অধ্যুষিত পন্থা এলাকায় মিলাদ মাহফিল ফিতা ও কেক কেটে এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
এতে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, সাংবাদিক সংসগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম,
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিসিএফ সভাপতি এমডি নূর, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নাজমুল কবির, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, মন্ডিয়াল ট্রাভেলসের পরিচালক ইব্রাহিম হাসান, ফ্রান্স বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল, সদস্য ইয়াসির খোকন, ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি এম এ মালেক, ফ্রান্স যুবদল নেতা ইসলাম, ব্যবসায়ী মাহফুজ আহমেদ, সাদ উদ্দিন, রাসু মিয়াসহ প্রমুখ।