ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের দোয়া মাহফিল ও আলোচনা সভা ফ্রান্সে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা ও লিফলেট বিতরণ প্যারিসে বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট উদ্বোধন ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাব্বানী খানের ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ “অধিকার, স্বাধীনতা এবং সমাজের দ্বৈত মানসিকতা* ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অখন্ড বাংলাদেশ আন্দোলনের প্রধান হাসনাত আরিয়ান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণ ফ্রান্সে বিশ্ব স্বজন ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উদযাপন বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন

প্যারিসের বাঙালী পাড়া ও মেট্রো ৭ (সাত)

  • আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৯১৫ বার পড়া হয়েছে

প্যারিস, ফ্রান্স থেকে, মোহাম্মাদ জাফরুল হাসান

গার দ্যো লিস্ট থেকে লা করনোভ যাবো। একজন পরামর্শ দিলো মেট্রো সাত ধরতে, তার কথা মতো দুই মিনিট হেঁটে গার দ্যো লিস্ট পৌঁছলাম আর লা করনোভ ডিটেকশনের মেট্রো ৭ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। যাই হোক মেট্রো আসতে আর দেরী নেই, মাত্র এক মিনিট বাকী, ঝিক ঝিক শব্দে তারই প্রমান দিচ্ছে।

এবার মেট্রোতে উঠার পালা। মানুষজনের ভীড় আর তাড়া-হুরাতে আমি ছোট্ট একজন। ভীড় ঠেলে রীতিমত যুদ্ধ করে মেট্রোতে উঠলাম। আবশ্য বসার কোন আসন পাই নি তাই দাড়িয়ে যেতে হবে। ঝিক-ঝিক আর শোঁ -শোঁ শব্দে দুর্দান্ত গতিতে মেট্রো তার পথে। এক মিনিটে মেট্রো তার পরবর্তী স্টেশনে। চারদিকে মানুষজনের ধাক্কা আর কোলাহলে আমি কিছুটা বিব্রত।

চোখ ঘুরাতে চোখের উপর পড়লো ওভারভীলা কেথসীমা। বলা আছে, ফ্রান্সে এটিনাকী বাঙালী আধ্যুষীত এলাকা। তাই মনোস্থির করলাম কেথসীমার ধূলো গায়ে মেখে নিবো। যেই চিন্তা সেই কাজ। প্রায় দশ মিনিট পর কেথসীমা পৌঁছলাম। মেট্রো থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এতো বাঙালীদের ভীড়। কিছু দূর আগাতে চোখে পড়লো বাঙালা রেস্টুরেন্ট আর আমারও পেটে খিদে। দেরী না করে ডুকে পড়লাম, বাঙালীবাবুদের মতো পা উঠিয়ে চেয়ারে বসলাম। তন্মধ্যে, ভদ্রলোক জানতে চাইলো কী খাবো? আমিও বলে দিলাম, ভাত-মাছ।

খাওয়া-দাওয়া শেষে আবার হাঁটা শুরু। আসংখ্য বাঙালী। বাঙালীদের মধ্যে কেউ সিলেটী, কেউ চিটাংগা, কেউ ঢাকার কেউ বা অন্য। মনে হলো, যেন বাংলাদেশে চলে এলাম। আচমকা চোক থেকে জল পড়ছে। দেশেতো নিরাপত্তা নেই।
হাঁটা-হাঁটি শেষ এখন যাবার পালা। লা করনোভ যাবো। তাই আবার মেট্রো ৭।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে

প্যারিসের বাঙালী পাড়া ও মেট্রো ৭ (সাত)

আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮

প্যারিস, ফ্রান্স থেকে, মোহাম্মাদ জাফরুল হাসান

গার দ্যো লিস্ট থেকে লা করনোভ যাবো। একজন পরামর্শ দিলো মেট্রো সাত ধরতে, তার কথা মতো দুই মিনিট হেঁটে গার দ্যো লিস্ট পৌঁছলাম আর লা করনোভ ডিটেকশনের মেট্রো ৭ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। যাই হোক মেট্রো আসতে আর দেরী নেই, মাত্র এক মিনিট বাকী, ঝিক ঝিক শব্দে তারই প্রমান দিচ্ছে।

এবার মেট্রোতে উঠার পালা। মানুষজনের ভীড় আর তাড়া-হুরাতে আমি ছোট্ট একজন। ভীড় ঠেলে রীতিমত যুদ্ধ করে মেট্রোতে উঠলাম। আবশ্য বসার কোন আসন পাই নি তাই দাড়িয়ে যেতে হবে। ঝিক-ঝিক আর শোঁ -শোঁ শব্দে দুর্দান্ত গতিতে মেট্রো তার পথে। এক মিনিটে মেট্রো তার পরবর্তী স্টেশনে। চারদিকে মানুষজনের ধাক্কা আর কোলাহলে আমি কিছুটা বিব্রত।

চোখ ঘুরাতে চোখের উপর পড়লো ওভারভীলা কেথসীমা। বলা আছে, ফ্রান্সে এটিনাকী বাঙালী আধ্যুষীত এলাকা। তাই মনোস্থির করলাম কেথসীমার ধূলো গায়ে মেখে নিবো। যেই চিন্তা সেই কাজ। প্রায় দশ মিনিট পর কেথসীমা পৌঁছলাম। মেট্রো থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এতো বাঙালীদের ভীড়। কিছু দূর আগাতে চোখে পড়লো বাঙালা রেস্টুরেন্ট আর আমারও পেটে খিদে। দেরী না করে ডুকে পড়লাম, বাঙালীবাবুদের মতো পা উঠিয়ে চেয়ারে বসলাম। তন্মধ্যে, ভদ্রলোক জানতে চাইলো কী খাবো? আমিও বলে দিলাম, ভাত-মাছ।

খাওয়া-দাওয়া শেষে আবার হাঁটা শুরু। আসংখ্য বাঙালী। বাঙালীদের মধ্যে কেউ সিলেটী, কেউ চিটাংগা, কেউ ঢাকার কেউ বা অন্য। মনে হলো, যেন বাংলাদেশে চলে এলাম। আচমকা চোক থেকে জল পড়ছে। দেশেতো নিরাপত্তা নেই।
হাঁটা-হাঁটি শেষ এখন যাবার পালা। লা করনোভ যাবো। তাই আবার মেট্রো ৭।