পরিবার আনার আবেদনপত্র জমা দেয়ার সময় উক্ত বিদেশী ইমিগ্র্যান্ট এর নিন্মুক্ত কার্ড থাকতে হবে,-
কমপক্ষে এক বছর মেয়াদী একটি অস্হায়ী বসবাসের কার্ড (Titre de séjour) যার উপর salarié অথবা vie privée et familiale অথবা visiteur অথবা commerçant অথবা étudiant অথবা profession artistique et culturelle কথাগুলি উল্লেখ আছে।
অথবা ১০ বছর মেয়াদী রেসিডেন্ট কার্ড (Carte de résident) কিংবা ফ্রান্স কর্তৃক প্রদানকৃত দীর্ঘমেয়াদী “résident de longue durée – UE” কার্ড।
অথবা উপরোল্লেখিত কার্ডগুলি নবায়নের আবেদন সময়কালীন দেয়া রিসিপিসি।
আবেদনকারীকে অবশ্যই নিন্মুক্ত শর্তসমুহ পুরণ করতে হবে,-
২-৩ জনের পরিবারের জন্য আবেদনের তারিখের ১২ মাস পুর্বের মাসিক নগদ (Net) গড় আয় SMIC এর সমপরিমান অর্থাৎ ১১৩৯.২১ ইউরো, ৪-৫ জনের পরিবারের জন্য ১২৬০.০০ ইউরো এবং ৬ বা এর অধিক সংখ্যক সদস্যের পরিবারের জন্য ১৩৭৪.৩৪ ইউরো হতে হবে। আয় চাকুরী, ব্যাবসা, সম্পদ, অবসরভাতা থেকে হতে পারে, তবে সরকারি দান-খয়রাত কোনক্রমেই আয় হিসেবে গণ্য হবেনা। যারা হ্যান্ডিকাপ (AAH) অথবা অক্ষম (ASI) ভাতা পান তাদের কাছে SMIC এর সমান আয় চাওয়া হয়না।
স্বামী-স্ত্রী অথবা ২ জনের পরিবারের জন্য বাড়ির আয়তন জোনভেদে ২২, ২৪ অথবা ২৮ স্কয়ার মিটার হতে হবে। ২ জনের অধিক ৮ জন পর্যন্ত প্রতি জনের জন্য ১০ স্কয়ার মিটার বেশি লাগবে, উদাহরন স্বরুপ প্যারিসে (জোন-এ) ৪ সদস্যের পরিবার এর জন্য ৪২ স্কয়ার মিটার, জোন-বি তে ৪৪ স্কয়ার মিটার এবং জোন-সি তে ৪৮ স্কয়ার মিটার আয়তন এর বাসা লাগবে। ৮ জনের অধিক সংখ্যক পরিবারের জন্য নবম সদস্য হইতে জনপ্রতি আরও ৫ স্কয়ার মিটার বেশি লাগবে। বাসা অবশ্যই বসবাসযোগ্য হতে হবে। ১লা সেপ্টেম্বর ২০১৫ তারিখ হতে জোন পদ্ধতিতে ছোট্র পরিবর্ত্তনঃ জোন-এ-বিজ এবং এ, জোন-বি১ এবং বি২, জোন-সি ।
পরিবার পুনর্মিলনের আবেদন পুরু পরিবারের জন্য একসঙ্গে করতে হবে। বাচ্চাদের স্বার্থে আংশিক পরিবারের জন্য আবেদনের অনুমতি শুধুমাত্র বিশেষ বিবেচনায় দেয়া যেতে পারে। অর্থাৎ আপনি ২ বাচ্চার পিতা হলে আপনার বউ এবং বাচ্চাদের জন্য একসাথে আবেদন করতে হবে, ১ বাচ্চা রেখে আবেদন করলে অনেক সমস্যায় পড়বেন এবং ভিসা নাও পেতে পারেন, তবে যুক্তি থাকলে তা গ্রহণযোগ্য হতে পারে, যেমন বাচ্চার পড়াশুনা চলছে কিংবা পরীক্ষা চলছে ইত্যাদি, সেক্ষেত্রে আপনাকে বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হবে বাচ্চাকে বাংলাদেশে কে দেখাশুনা করবে। আপনার সন্তানের দায়িত্ব এবং দেখাশুনার ভাড় আপনার নিজের, অন্যের না, ইউরোপ বা ফ্রান্স এ ব্যাপারে খুবই কঠোর।
সূত্র : সায়েদ আবুল হাসান