ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন এর নির্বাচন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা,ফ্রান্সের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্টিত ফ্রান্সে নভেম্বর মাসে যেসব পরিবর্তন আসছে ২০২৬ সালের নির্বাচনে ভোট বর্জনের হুমকি শেখ হাসিনার ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’ ফরাসি বাজেট নিয়ে সংসদে টানাপোড়েন: সরকার টিকে থাকবে কি? আওয়ামীলীগের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চান হাসিনা বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগাপ্রকল্প ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে অনলাইন বিদ্বেষমূলক প্রচারণা: ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা শুরু

ফ্রান্স বাংলা‌দেশ প্রেস ক্লাব নেতা মামুন স্পে‌নে সংবর্ধিত

  • আপডেট সময় ১১:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আয়োজনে এবং অল ইউরোপ বাংলা প্রেসক্লাব এর সার্বিক সহযোগিতায় ইফতার ও দুআ মাহ‌ফি‌ল অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের কমিউনিটির নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশ এসোসিয়েশন এর হল রুমে ২২মে রাজনৈতিক, সামাজিক কমিউনিটি ব্যক্তিত্বদের উপস্থিত ছিল লক্ষণীয়।

প্রেসক্লাব সভাপতি এ কে এম জহিরুল ইসলামের সভাপতি জ‌হিরুল ইসলাম‌ের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্পেন দূতাবাসের হেড ও চেন্সরি এবং মিনিস্টার হারুন আল রাশিদ বলেন, প্রবাসে সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জিং, কেননা তারা মূল্যবান সময় দিয়ে দেশ ও কমিউনিটিকে পক্ষে কাজ করছে। প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ নতুন প্রজম্মের কাছে পরিচয় করে দিচ্ছে, নিশ্চই তা দেশ প্রেম এর একটি অংশ।

তিনি দূতাবাসের পক্ষ থেকে স্পেনে কর্মরত সাংবাদিকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন |

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি এ এস আই আর রবিন, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক মনু, সোহেল ভূঁইয়া, এমদাদ হাওলাদার, জাকির হুসেন, দুলাল সাফা, লুৎফুর রহমান, আব্দুল মুন্তাকিম মুজাক্কির ,আব্দুর রহমান,রাসেল দেওয়ান ,ইসলাম উদ্দিন ,আইয়ুব আলী সোহাগ ,আব্দুর রাজ্জাক ,জসিম উদ্দিন ,খায়রুজ্জামান জামান,,নাজমুল ইসলাম নাজু ,শামীম মিয়া ,এক্রামুজ্জামান কিরণ ,হেমায়েত খান ,আখতারুজ্জামান আখতার ,আবুল হুসেন ,মাসুদ উদ্দিন ,রুবেল খান ,রানা আবেদীন , এস এম আসলাম ভূঁইয়া মানি ট্রান্সফারের পরিচালক নাহিদ আনোয়ারুল, আসাদুর রহমানসাদ, এফ এম ফারুক পাভেল ,আবিদুর রহমান জসিম প্রমুখ।

ইফতার মাহফিলে দুআ পরিচালনা করেন ,নূর হুসেন পাটোয়ারী।

অনুষ্টানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করেন,সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজি।

প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি জাহিদুল হক মাসুদ, সহসভাপতি সেলিম আলম ও ইব্রালিম খলিল,যুগ্ম সম্পাদক দবির তালুকদার, তরুণ সংবাদকর্মী হুসেন মোহাম্মদ ইকবাল,হানিফ মিয়াজী।
এতে প্রথমে স্পেন দূতাবাসের হেড ও চেন্সরি এবং মিনিস্টার হারুন আল রাশিদ কে এবং পরবর্তী‌তে ফ্রান্স থে‌কে আগত ফ্রান্স বাংলা‌দেশ প্রেস ক্লা‌বের দপ্তর সম্পাদক মো: আবুল কালাম মামুন ও অল ইউরো‌পিয়ান প্রেসক্লা‌বের নব‌নির্বা‌চিত সাধারন সম্পাদক বকুল খান‌কে আলাদা ভা‌বে ফুল দি‌য়ে বরন ক‌রে নেন স্পেন বাংলা‌দেশ প্রেসক্লা‌বের সদস্যবৃন্দ।

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের দপ্তর সমাদক আবুল কালাম মামুনের সম্মানে চা চক্র ও মতবিনিময় সভা অয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন।

২২মে মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম. জহিরুল ইসলাম। যুগ্ম সমাদক দবির তালুকদারের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন,গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মুন্তাকিম মুজাক্কির,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক. বকুল খান, সহসভাপতি সেলিম আলম ,সাংগঠনিক সম্পাদক ফখউদ্দিন রাজি,আওয়ামীলীগ নেতা /বদরুল ইসলাম ,ফয়জুর রহমান ,ইসলাম উদ্দিন, তামিম চৌধুরী ,বিএনপি নেতা চানুর মিয়া সাদ, হুমায়ুন কবির রিগ্যান প্রমুখ |

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন এর নির্বাচন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত

ফ্রান্স বাংলা‌দেশ প্রেস ক্লাব নেতা মামুন স্পে‌নে সংবর্ধিত

আপডেট সময় ১১:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯

বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আয়োজনে এবং অল ইউরোপ বাংলা প্রেসক্লাব এর সার্বিক সহযোগিতায় ইফতার ও দুআ মাহ‌ফি‌ল অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের কমিউনিটির নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশ এসোসিয়েশন এর হল রুমে ২২মে রাজনৈতিক, সামাজিক কমিউনিটি ব্যক্তিত্বদের উপস্থিত ছিল লক্ষণীয়।

প্রেসক্লাব সভাপতি এ কে এম জহিরুল ইসলামের সভাপতি জ‌হিরুল ইসলাম‌ের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্পেন দূতাবাসের হেড ও চেন্সরি এবং মিনিস্টার হারুন আল রাশিদ বলেন, প্রবাসে সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জিং, কেননা তারা মূল্যবান সময় দিয়ে দেশ ও কমিউনিটিকে পক্ষে কাজ করছে। প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ নতুন প্রজম্মের কাছে পরিচয় করে দিচ্ছে, নিশ্চই তা দেশ প্রেম এর একটি অংশ।

তিনি দূতাবাসের পক্ষ থেকে স্পেনে কর্মরত সাংবাদিকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন |

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি এ এস আই আর রবিন, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক মনু, সোহেল ভূঁইয়া, এমদাদ হাওলাদার, জাকির হুসেন, দুলাল সাফা, লুৎফুর রহমান, আব্দুল মুন্তাকিম মুজাক্কির ,আব্দুর রহমান,রাসেল দেওয়ান ,ইসলাম উদ্দিন ,আইয়ুব আলী সোহাগ ,আব্দুর রাজ্জাক ,জসিম উদ্দিন ,খায়রুজ্জামান জামান,,নাজমুল ইসলাম নাজু ,শামীম মিয়া ,এক্রামুজ্জামান কিরণ ,হেমায়েত খান ,আখতারুজ্জামান আখতার ,আবুল হুসেন ,মাসুদ উদ্দিন ,রুবেল খান ,রানা আবেদীন , এস এম আসলাম ভূঁইয়া মানি ট্রান্সফারের পরিচালক নাহিদ আনোয়ারুল, আসাদুর রহমানসাদ, এফ এম ফারুক পাভেল ,আবিদুর রহমান জসিম প্রমুখ।

ইফতার মাহফিলে দুআ পরিচালনা করেন ,নূর হুসেন পাটোয়ারী।

অনুষ্টানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করেন,সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজি।

প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি জাহিদুল হক মাসুদ, সহসভাপতি সেলিম আলম ও ইব্রালিম খলিল,যুগ্ম সম্পাদক দবির তালুকদার, তরুণ সংবাদকর্মী হুসেন মোহাম্মদ ইকবাল,হানিফ মিয়াজী।
এতে প্রথমে স্পেন দূতাবাসের হেড ও চেন্সরি এবং মিনিস্টার হারুন আল রাশিদ কে এবং পরবর্তী‌তে ফ্রান্স থে‌কে আগত ফ্রান্স বাংলা‌দেশ প্রেস ক্লা‌বের দপ্তর সম্পাদক মো: আবুল কালাম মামুন ও অল ইউরো‌পিয়ান প্রেসক্লা‌বের নব‌নির্বা‌চিত সাধারন সম্পাদক বকুল খান‌কে আলাদা ভা‌বে ফুল দি‌য়ে বরন ক‌রে নেন স্পেন বাংলা‌দেশ প্রেসক্লা‌বের সদস্যবৃন্দ।

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের দপ্তর সমাদক আবুল কালাম মামুনের সম্মানে চা চক্র ও মতবিনিময় সভা অয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন।

২২মে মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম. জহিরুল ইসলাম। যুগ্ম সমাদক দবির তালুকদারের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন,গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মুন্তাকিম মুজাক্কির,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক. বকুল খান, সহসভাপতি সেলিম আলম ,সাংগঠনিক সম্পাদক ফখউদ্দিন রাজি,আওয়ামীলীগ নেতা /বদরুল ইসলাম ,ফয়জুর রহমান ,ইসলাম উদ্দিন, তামিম চৌধুরী ,বিএনপি নেতা চানুর মিয়া সাদ, হুমায়ুন কবির রিগ্যান প্রমুখ |