দর্পণ প্রতিবেদক : ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের দেশে সফর শেষে ফ্রান্সে পৌঁছালে, তাঁকে ফ্রান্সের শার্ল দ্য গল (CDG) এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ফ্রান্স বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সহ-সভাপতি এইচ এম রহিম, শাহ জামাল, মাস্টার তাসলিম উদ্দিন, এম এ রসিদ পাটোয়ারী, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, জাকারিয়া আহমেদ, সাফায়েত জামিল, জিকু মিয়া, জানু মিয়া, জাসিম আহমেদ প্রমুখ । এছাড়া বন্ধু মহল, ফ্রান্স প্রতিনিধিদের মধ্যে নাজির উদ্দিন, জমির উদ্জউদ্দিন , তুহিন, কায়সার আহমেদ, নাজমুল ইসলাম সায়েম, রেজা, আরমান সোহেল, আজিম আহমেদ মল্লিক, মোহাম্মদ বাবু, জুয়েল রানা, মোহাম্মদ রিদয়, মোহাম্মদ রাজন, মোহাম্মদ সজীব সহ অন্যান্যরা উপস্থিত থেকে তাহেরকে স্বাগত জানান।
ফ্রান্স বিএনপির নেতা-কর্মীদের এই উষ্ণ অভ্যর্থনা দলটির ঐক্য, সংহতি এবং নেতৃত্বের প্রতি দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতা ও দলকে আরো শক্তিশালী করার আহবান জানান এমএ তাহের।