রেজাউল করিম(বাঁশখালী, চট্রগ্রাম): বিজয়ফুল প্রতিযোগিতা-২০১৯ এ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বিভাগে (৯ম-১২শ) শ্রেণির গ্রুপে নির্মিত “একাত্তরের বীরাঙ্গনা” শিরোনামে তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি চট্টগ্রাম জেলায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য স্থান করে নিয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করেন বাঁশখালী এক্সপ্রেসের সিইও রহিম সৈকত।
আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অভিনয় করেন।
আজ চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তরুণ এই নির্মাতা পুরস্কার গ্রহণ করেন।
রহিম সৈকত বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে জড়িত রয়েছেন। পেশায় শিক্ষক হলেও দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি বাঁশখালীকে পজিটিভলি তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছেন এক দশকেরও বেশি সময় ধরে।বাঁশখালীর জনপ্রিয় অনলাইন মিডিয়া বাঁশখালী এক্সপ্রেস তিনি প্রতিষ্ঠা করেন; যার মাধ্যমে বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন ইত্যাদি বিশ্ব দরবারে পজিটিভলি তুলে ধরছেন। একঝাঁক তরুণকে তিনি একত্রিত করে এগিয়ে যাচ্ছেন সুন্দর বাঁশখালী বিনির্মানের স্বপ্ন নিয়ে।
বাঁশখালী এক্সপ্রেস পরিবার তার এই অর্জনে গর্বিত।