এসএম হেলাল ; বালাগঞ্জে ইকবাল ল’ চেম্বার ও আই এন এন্টারপ্রাইজ এন্ড অনলাইন সলিউশন এর উদ্বাধন করা হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক করা হয়।
জামিয়া ইসলামিয়া হুসাইন গহরপুর’র শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই -এর মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন – ইকবাল ল’চেম্বার এর ওনার এডভোকেট ইকবাল আহমদ।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল নুর, সুরুজ আলী মেম্বার, এম.এ মালেক, ময়নুল ইসলাম সালেহ, তোফায়েল আহমদ সোহেল, শওকত আলী লন্ডনী, সজ্জাদ আলী, ডা. আব্দুল আহাদ, সন্তোষ রঞ্জন দাস, শামীম আহমদ, সাহেদ আহমদ, আব্দুল্লাহ রহমান, ইজলালুর রহমান ইজলাল, শাহজাহান আহমদ সুজন, নুরে আলম, ডা. ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, আব্দুল আলম পিন্টু, তোফায়েল আহমদ, শাহিন আহমদ, সোহেল আহমদ, আলমগীর হোসেন, আব্দুর রকিব, আব্দুল করিম, ইছুব আলী, আই.এন এন্টারপ্রাইজ এন্ড অনলাইন সলিউশন এর পরিচালক সালেহ আহমদ ও মো. তানভির আহমদ নাইম প্রমুখ।