ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের

বালাগঞ্জে হক ফাউন্ডেশনের অর্থায়নে শিওর খাল – জামালপুর সংযোগ সড়কে ইটসলিং কাজের উদ্বোধন

  • আপডেট সময় ১১:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

এসএম হেলাল ; বলাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওর খাল গ্রামের তেরাব আলীর বাড়ীর সামন থেকে (অধুনালুপ্ত রবিবারি বাজার) নামক স্থানের বড়ভাগা নদীর উপর শিওরখাল- জামালপুর সংযোগ ব্রিজমূখ পর্যন্ত ১শ মিটার সড়কে ইটসলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সমাজসেবামূলক সংগঠন হক ফাউন্ডেশনের অর্থায়নে
বিশেষ মোনাজাতের মাধ্যমে এ ইটসলিং কাজের উদ্বোধন করা হয়।

এসময় দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম , গোয়ালা বাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, সমাজসেবী আজমল আলী মাসুক, তোফায়েল আহমদ সুহেল, হাজী মো. তাজ উল্লাহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লারের অর্থ সম্পাদক এসএম হেলাল, যুবনেতা এনামুল হক মকদ্দছ, দিলু মিয়া, সুহেল আহমদ, আবুল কালাম আজাদ, দুদু মিয়া, আমির আলী, সেবুল মিয়া প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে জনগুরুত্বপূর্ণ ঐ সড়কের অসমাপ্ত ইটসলিং কাজ সমাপ্ত করার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদানের জন্য উপস্থিত এলাকাবাসী হক ফাউন্ডেশনের বর্তমান কর্ণধার ব্যারিষ্টার রিয়াসাদ আজিম হক আদনানসহ ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদেরকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


উল্লেখ্য, নাজির বাজার -মাদ্রাসাবাজার – উছমান – লামাপাড়া (এলজিইডি) পাঁকা সড়ক থেকে” শিওর খাল – জামালপুর সংযোগ সড়কে’র অসমাপ্ত ১০০ মিটার উক্ত ইটসলিং কাজের উদ্বোধন করা হয়।
এর আগে অবশ্য এই সড়কের ১৪শ ৫০ মিটার
ইটসলিং কাজ স্থানীয় দেওয়াবাজার ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাস্তবায়ন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বালাগঞ্জে হক ফাউন্ডেশনের অর্থায়নে শিওর খাল – জামালপুর সংযোগ সড়কে ইটসলিং কাজের উদ্বোধন

আপডেট সময় ১১:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

এসএম হেলাল ; বলাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওর খাল গ্রামের তেরাব আলীর বাড়ীর সামন থেকে (অধুনালুপ্ত রবিবারি বাজার) নামক স্থানের বড়ভাগা নদীর উপর শিওরখাল- জামালপুর সংযোগ ব্রিজমূখ পর্যন্ত ১শ মিটার সড়কে ইটসলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সমাজসেবামূলক সংগঠন হক ফাউন্ডেশনের অর্থায়নে
বিশেষ মোনাজাতের মাধ্যমে এ ইটসলিং কাজের উদ্বোধন করা হয়।

এসময় দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম , গোয়ালা বাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, সমাজসেবী আজমল আলী মাসুক, তোফায়েল আহমদ সুহেল, হাজী মো. তাজ উল্লাহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লারের অর্থ সম্পাদক এসএম হেলাল, যুবনেতা এনামুল হক মকদ্দছ, দিলু মিয়া, সুহেল আহমদ, আবুল কালাম আজাদ, দুদু মিয়া, আমির আলী, সেবুল মিয়া প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে জনগুরুত্বপূর্ণ ঐ সড়কের অসমাপ্ত ইটসলিং কাজ সমাপ্ত করার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদানের জন্য উপস্থিত এলাকাবাসী হক ফাউন্ডেশনের বর্তমান কর্ণধার ব্যারিষ্টার রিয়াসাদ আজিম হক আদনানসহ ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদেরকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


উল্লেখ্য, নাজির বাজার -মাদ্রাসাবাজার – উছমান – লামাপাড়া (এলজিইডি) পাঁকা সড়ক থেকে” শিওর খাল – জামালপুর সংযোগ সড়কে’র অসমাপ্ত ১০০ মিটার উক্ত ইটসলিং কাজের উদ্বোধন করা হয়।
এর আগে অবশ্য এই সড়কের ১৪শ ৫০ মিটার
ইটসলিং কাজ স্থানীয় দেওয়াবাজার ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাস্তবায়ন করা হয়।