সকল বাংলা ভাষাভাষিদের জন্য উত্তর আমেরিকা থেকে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসে লস এঞ্জেলেস প্রবাহের সূচনালগ্ন ২৬শে মার্চ, ২০২২
বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসি কিছু তরুনদের উদ্যোগে আমেরিকা ক্যালিফোর্নিয়া স্টেটের লস এন্জেলেস থেকে
অন লাইন নিউজ পোর্টাল লস এন্জেলেস প্রবাহের জমকালো উদ্বোধন ঘোষনা করা হয়!
বারব্যান্ক ম্যারিয়টের কনভেশন সেন্টারে ২৫শে মার্চ,২০২২ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এই পত্রিকার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়!
পত্রিকার প্রকাশনায় জামিউল ইসলাম বেলাল ও নির্বাহী সম্পাদক জামাল হোসাইন।
উক্ত অনুস্ঠানে লস এন্জেলেস কমিউনিটির বিশিস্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মমিনুল হক বাচ্চু, নজরুল আলম, মোহাম্মদ হোসেন রানা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, আবুল হাসনাত রায়হান, ফয়জু সোবহান, রানা হাসান মাহমুদ, মোঃ আলী, রফিকুল ইসলাম, কাজী মশহুরুল হুদা, লস্কর আল মামুন, ইলিয়াস শিকদার, মনির আহমেদ মিঠু, তাপস নন্দী, আলমগীর হোসেন ও তৌফিক ছোলেমান খান তুহিন।
বক্তাগন মুক্তচিন্তার দর্পন লস এন্জেলেস প্রবাহের শুভকামনা করেন, প্রবাসে নিত্য বাংলাদেশকে ধারন করার প্রয়াস সফল হবে লস এন্জেলেস প্রবাহের প্রকাশনায় এই অভিমত ব্যক্ত করেন সকল বক্তা।