
এনটিভি ইউরোপের ফ্রান্স ব্যুারো প্রধান নয়ন মামুনের পিতা মোহাম্মদ আঃ গফুর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চিকিৎসাধীন অবস্তায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী ওয়াহীন্না ইলাহির রাজিউন) মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বিভিন্ন মহলের শোক : ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সদস্য নয়ন মামুনের পিতা মোহাম্মদ আব্দুল গফুর এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ । তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । যারা শোক প্রকাশ করেছেন তার হলেন, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখঞ্জী, প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির , সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল , সাবেক সিনিয়র সহসভাপতি ও ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, মিজানুর রহমান,মোঃ রেজাউল করিম, মোঃ নুরুল আলম মাসুম, পৃথক ভাবে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন ইপিবিএ’ ফ্রান্স এর সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদাত হোসেন সাইফুল।