সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতি ব্রাসেলস বেলজিয়াম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলী সানোয়ার সিদ্দিক। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ খান এবং সহ সভাপতি সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চৌধুরী আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজান আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম চৌধুরী সহ আর অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিউিনিটির শীর্ষনেতা মোতাহার হোসেন চৌধুরী, শাহজান আহমেদ, খলিল ইব্রাহীম, আহমেদ ইমতিয়াজ তাজু, সাইদুর রহমান লিটন, আহমেদ হেলাল, মালেক হারুন, আলী নার্গিস সিদ্দিক, আশরাফ কিটু।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। তাই হিংসা-বিদ্বেষ ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার জন্য রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
পরে প্রবাসীদের সমস্যার সমাধানে এবং মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।